Baduria : পুলিশি হানায় মাদক চক্রের পর্দাফাঁস, উদ্ধার প্রায় ৫৬ লিটার নিষিদ্ধ কাফসিরাপ,ধৃত ২

0
470

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের মাদক চক্রের পর্দাফাঁস উত্তর ২৪ পরগনায়। বাদুড়িয়ায় নিষিদ্ধ কাফসিরাপ তৈরির হদিশ পেল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ I

প্রায় ৫৬ লিটার নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ সিরাপ তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ তরল মাদক উদ্ধার করা হয়েছে। প্রচুর পরিমাণ লেবেল এবং প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। বাদুড়িয়া (Baduria) কাটিয়াহাট গ্রামে মাদক তৈরির কারখানা হদিস পাওয়া যায়। তারপরেই সেখানে অভিযান চালানো হয়। পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিত সিনহা মহাপাত্র। কারখানা থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে তরল মাদক, ৫৬ লিটার ফেনসিডিল, রাসায়নিক, মাদক তৈরির একাধিক মেশিন এবং সরঞ্জাম। সবকিছুই বাজেয়াপ্ত করেছে পুলিস।

নিষিদ্ধ কাফসিরাপ তৈরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কারখানা চালানোর অভিযোগে বাপি মণ্ডল ও বাবুল গাজি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে ফেনসিডিলের সাথে রাসায়নিক মিশিয়ে সেই মাদক সীমান্তের ওপারে বাংলাদেশে পাচার করত। কারখানাটি সিল করে দিয়েছে পুলিস। এই কারবারের সঙ্গে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই মাসেই রাজ্যের অন্য জেলাতেও মাদক পাচার চক্রের হদিশ মিলেছিল। মালদায় কোটি কোটি টাকার বড়সড় মাদক কারবারের পর্দাফাঁস হয় চলতি মাসে। ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হয়েছিল এক দম্পতিকে।

মালদার ইংরেজবাজারের স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ জানিয়েছিল, মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করার চেষ্টা হচ্ছিল। উদ্ধার হয়েছে আড়াই কেজি মাদক। ধৃত দম্পতি মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা।  

Previous articleKalbaisakhi: অবশেষে কালবৈশাখী ! ৪০-৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, কলকাতা সহ বিভিন্ন জেলায় কালবৈশাখী?
Next articleBad Proposal on Whatsapp: হোয়াটসঅ্যাপে কুরুচিকর প্রস্তাব বাবার বন্ধুর ! পুলিশে জানালে খুনের হুমকি পঞ্চাশোর্ধ ব্যক্তির, চাঞ্চল্য দুর্গাপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here