দেশের সময় : দীর্ঘ ৫০০ বছরের লড়াইয়ের পর অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলল। স্থাপন করা হল রামলালার মূর্তি। রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত হয়েছেন ১১ হাজারেরও বেশি অতিথি। সেই তালিকায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের তারকা, শিল্পপতিরা সকলেই রয়েছেন। রাম মন্দিরের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে এসে আবেগঘন হয়ে পড়লেন অনেকেই। কি অনুভূতি হল তাঁদের? কি বললেন তাঁরা !
এ দিন সকাল থেকেই অযোধ্যায় একে একে উপস্থিত হন অতিথিরা। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ, মাধুরী দীক্ষিত, হেমা মালিনী, অনুপম খের-সকলেই উপস্থিত হয়েছেন। সকালে রাম মন্দিরে এসে আপ্লুত হয়ে পড়েন বিখ্যাত গীতিকার অনু মালিক। তিনি বলেন, “সম্প্রতিই প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ছয়টি ভজন ওনার পছন্দ, তার মধ্যে আমার সুর দেওয়া একটি ভজন রয়েছে। এটা শুনে আমি খুব খুশি হয়েছি।”
প্রথমবার রাম মন্দির দেখার পর কী অনুভূতি ছিল, এই প্রশ্নের জবাবে অনু মালিক বলেন, “যখন প্রথমবার রাম মন্দির দেখলাম, আমার চোখে জল চলে আসল…সিকিউরিটি পেরিয়ে যেই মুহূর্তে মন্দির চত্বরে পা দিলাম, আমি তখন থেকে চোখ মুছছিলাম। এগুলো অন্তরের অনুভূতি। এটা নিয়ন্ত্রণ করা যায় না।”
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Music Composer Anu Malik says "Recently PM Modi said that he likes one of the Bhajans composed by me. It is a beautiful feeling and I am very happy to be present here. I had tears in my eyes when I saw the Temple for the first time…" pic.twitter.com/m3bwMcmvC6
— ANI (@ANI) January 22, 2024
রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার আগে সঙ্গীত পরিবেশন করেন গায়ক সোনু নিগম। মন্দিরের অন্দরে যখন প্রাণ প্রতিষ্ঠার পুজো চলছে, সেই সময় সোনু নিগম বলেন, “কিছু বলার নেই আমার। চোখে জল আসছে আমার। এটাই আমার অনুভূতি। এটাই বলার।”
#WATCH | Ayodhya, Uttar Pradesh | Singer Sonu Nigam gets emotional; says, "…Abhi kuch bolne ko hai nahi, bas yahi (tears) bolne ko hai."#RamTemplePranPratishtha pic.twitter.com/6yoZ4s8APy
— ANI (@ANI) January 22, 2024
গায়িকা অনুরাধা পাড়োয়াল ও গায়ক হরিহরণও জানান, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী থাকতে পেরে তাঁরা ধন্য। তাদের চোখে জল চলে আসছে। হরিহরণ বলেন, “আমার চোখে খুশির অশ্রু এসে গিয়েছে। এই মুহূর্তের অনুভূতি আমি শব্দে বর্ণনা করতে পারব না।”
#WATCH | Ayodhya, Uttar Pradesh | Singer-composer Hariharan says, "I had tears of joy in my eyes…I can't describe this moment in words, everyone here is so happy." pic.twitter.com/Y4pSXlwKYQ
— ANI (@ANI) January 22, 2024