Ashoknagar News: অশোকনগরে আছে মিনি চন্দননগর! জানতেন নাকি! দেখুন ভিডিও

0
480

অর্পিতা বনিক , অশোকনগর : জগদ্ধাত্রী পুজোর জন্য হুগলির চন্দননগর, নদীয়ার কৃষ্ণনগরের নাম খ্যাত। ঠিক তেমনি জগদ্ধাত্রী পুজোর জন্য রাজ্যের বুকে দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর হিসাবে পরিচিত উত্তর ২৪ পরগনার আশোকনগর। দেখুন ভিডিও:

কারণ এখানে অশোকনগর পুরসভার অন্তর্গত কল্যাণ গড় এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৭০ টি জগদ্ধাত্রী পুজো হয়। যার মধ্যে রয়েছে অন্তত ১৫ টি পুজো রয়েছে বিগ বাজেটের যা চন্দননগরের বেশ কিছু পুজো কে টেক্কা দেয় প্রতি বছর অন্যথা হয়নি এবারও৷

আর এই এত সংখ্যক পুজোর কারণে এই এলাকা, জগদ্ধাত্রী পুজোর জন্য দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর হিসাবে খ্যাতি অর্জন করেছে। এদিকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে এই এলাকায় দর্শনার্থীদের ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় একাধিক ব্যাবস্থা। পুজোর দিনে পুজো মণ্ডপে ডিজের ব্যাবহারে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

Previous articlePG Hospital : রেকর্ড গড়ল পিজি,একদিনে সর্বোচ্চ রোগী দেখলেন চিকিৎসকরা!
Next articleWeather Update: নভেম্বরে শীতের আমেজ থেকে বঞ্চিত হবেন বঙ্গবাসী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here