দেশের সময়: থিয়েটারে মজেছে অশোকনগর৷ পশ্চিমবঙ্গ সরকারের ২২তম নাট্যমেলার ভেনু হিসেবে এবার নির্বাচন করা হয়েছে অশোকনগরকে৷ ১৩ মার্চ থেকে অশোকনগর শহীদ সদনে শুরু হয়েছে নাট্যমেলা৷ চলবে ১৮ তারিখ পর্যন্ত৷ ছয় দিনে মোট ১২টি নাটক পরিবেশিত হবে ৷ এর মধ্যে ৪টি পূর্ণাঙ্গ নাটক৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব দেবকুমার হাজরা, নাট্য একাডেমির তিন সদস্য আশিস চট্টোপাধ্যায়, বিজয় মুখোপাধ্যায় ও অভি চক্রবর্তী৷ এছাড়াও এই নাট্যমেলার মঞ্চকে আলোকিত করেছে অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রভাত সরকার ও বিধায়ক নারায়ণ গোস্বামীর উপস্থিতি ৷
অশোকনগর নাট্যমেলায় বালিগঞ্জ স্বপ্নসূচনা মঞ্চস্থ করেছে তাদের নাটক তিন নম্বর চোখ ৷ বরানগর ভূমিসূতা থিয়েটার মঞ্চস্থ করেছে জয় বাংলা বংগো আমার বন্ধু আমার ৷ আজ ১৫ মার্চ দক্ষিণ কলকাতার নাটকের দল আভাস পরিবেশন করবে তাদের নাটক আপাতত এইভাবে দুজনের দেখা হয়ে থাকে ৷
এছাড়াও বাকি দিনগুলিতে পরিবেশিত হবে চন্দননগরের শার্ঙ্গ ক্রিয়েশনের নাটক গোধূলি গগনে মেঘে, কলকাতার নাটকওয়ালা উপস্থাপন করবে নাটক সংক্রমণ, বেহালার অনুদর্শীর নাটক সাফোকেশন পরিবেশিত হবে, হাওড়া শিল্পী সংঘ উপস্থাপন করবে তাদের নাটক কথা মালা দেশে, রয়েছে ধানসিঁড়ির নাটক ক্রাইসিস, ইছাপুর সন্ধিক্ষণ পরিবেশন করবে নাটক ঘন তমসায়, চন্দনগরের যুগের যাত্রীর নাটক হিকি সাহেবের গেজেট, নান্দিরঙ্গ পরিবেশন করবে উপেনের ভিটে, শেষ দিনে রয়েছে আরো একটি নাটক সিমলা এবং পজিটিভ কালচারাল সোসাইটির নাটক লীলা ৷
নাট্যমেলায় প্রবেশ অবাধ ৷ নাটকের পাশাপাশি বাংলা সাধারণ রঙ্গালয়ে দেড়শো বছর পূর্তি উপলক্ষে শহীদ সদন প্রাঙ্গনেই একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ৷ নাট্য একাডেমির তরফে নাটকের দলগুলিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ৷ তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য বাছাই করা হয়েছে অশোকনগরের ১২ জন বিশিষ্ট অভিনেত্রীকে ৷
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য তথা গোবরডাঙার শিল্পায়নের নির্দেশক আশিস চট্টোপাধ্যায় বলেন, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর নাট্য একাডেমির ভাবনাচিন্তার পরিবর্তন এসেছে ৷ আগে মূলত শহর কেন্দ্রিক নাট্যমেলা আয়োজন করা হতো ৷ কিন্তু এখন তা মফঃস্বল শহরেও ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ নাটকের কাছে যদি মানুষ যেতে না পারে, নাটক আসবে মানুষের কাছে, এই ভাবনা থেকেই জেলায় জেলায় এখন নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং তা সাফল্যলাভ করছে ৷