Ashok Nagar চন্দননগর কৃষ্ণনগরের পুজো শেষ হতেই জগদ্ধাত্রী পুজোয় জেগে ওঠে অশোকনগর : দেখুন ভিডিও

0
148
অর্পিতা বনিক দেশের সময়

 

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় রাজ্যের মধ্যে বিশেষ নজর কাড়ে। অশোকনগর পৌরসভার অন্তর্গত কল্যাণগড় এলাকায় প্রায় ৬০ টি জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। চন্দননগর ও কৃষ্ণনগরে কিছুটা আগে থেকেই পুজো শুরু হলেও, দশমীর পর থেকেই মানুষের ভিড় বাড়ে কল্যাণগড়ে প্রতিমা দর্শনের জন্য। এ বছরও একাধিক বিগ বাজেটের পুজো আয়োজন করা হয়েছে কল্যাণগড়ে। দেখুন ভিডিও

ইতিমধ্যেই ভিড় সামাল দিতে নেমেছে পুলিশ প্রশাসন। দর্শনার্থীদের পরিষেবা দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে পুরসভার তরফেও। অশোকনগর পুরসভার হরিপুর মোড় থেকে কল্যাণগড় এলাকাকেই জগদ্ধাত্রী পুজোর ‘হটস্পট’ হিসাবে ধরা হয়। কল্যাণগড়েই প্রায় ৩০টি পূজো হয়। এর মধ্যে বিগ বাজেটের পুজো ১৯টি।

স্থানীয়দের কথায় অশোকনগর হল মিনি চন্দন নগর I আধুনিক আলোকসজ্জা ও বিভিন্ন থিমে ফুটে উঠছে এখানকাযর মন্ডপ। যা দেখতে পুণ্যার্থীদের ঢল নেমেছে অশোক নগরে ।

Previous articleRGKar Student Murder Case কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এলো মুছে দেওয়া কল রেকর্ড! সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here