Asansol Ballygunge By Election: আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে লড়বেন কেয়া! প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির

0
507

দেশের সময় ওয়েবডেস্কঃ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভায় ১২ এপ্রিল ভোট। তৃণমূল ও সিপিএম প্রার্থীতালিকা আগেই ঘোষণা করেছে। এবার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি।

দোলের দিন রাজ্য বিজেপির তরফে জানানো হল, আসানসোলে বিজেপির প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পল, বালিগঞ্জে প্রার্থী কেয়া ঘোষ। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকে এবার লোকসভা উপনির্বাচনেও প্রার্থী করল গেরুয়া শিবির। এই কেন্দ্র থেকে দু’বার জিতেছেন বিজেপি প্রার্থী। বাবুল সুপ্রিয় ছিলেন এখানকার দু’বারের সাংসদ। তিনি এখন তৃণমূলে।

তিনি দল ছাড়ার সঙ্গে সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বাবুল অবশ্য বালিগঞ্জ বিধানসভায় লড়ছেন।  অগ্নিমিত্রার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। রয়েছেন সিপিএমের পার্থ মুখোপাধ্যায়ও। তবে আসানসোল অগ্নিমিত্রার পরিচিত জায়গা। বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী নবাগতা কেয়া ঘোষ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট। তাঁকে লড়তে হবে বাবুল সুপ্রিয় ও সিপিএমের সায়রা হালিমের বিরুদ্ধে।

আসানসোল দক্ষিণের বিধায়ক হিসেবে কাজ করছেন অগ্নিমিত্রা পল। মহিলা মোর্চা নেত্রীর পর বিধায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স বেশ ভালো বলেই খবর বিজেপি সূত্রে। এছাড়া আসানসোল তাঁর পরিচিত এলাকা, অনেকদিন ধরে কাজ করছেন। ফলে বিধানসভার পর এবার লোকসভার জন্যেও এখানে অগ্নিমিত্রার উপরই আস্থা রাখল বিজেপি। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া জায়গায় কি অগ্নিমিত্রা পারবেন গেরুয়া শিবিরের জয়ের ধারা অব্যাহত রাখতে? জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে।

দুই কেন্দ্রের জন্যই তিনটি করে নাম পাঠানো হয়েছিল কেন্দ্রীয় বিজেপির কাছে। তার মধ্যে থেকেই এই দু’টি নাম বেছে নিয়েছে দিল্লি। এমন দু’জনকে প্রার্থী করা হয়েছে যাঁরা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সংবাদমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। রাজ্যে যথেষ্ট পরিচিত মুখও তাঁরা। কেয়া ঘোষ প্রাক্তন সাংবাদিক। তিনি মহিলা মোর্চার অত্যন্ত সক্রিয় নেত্রী, দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন। এখন দেখার শেষ হাসি কে হাসেন।

Previous articleSwasthya Sathi: বকেয়া ২০০ কোটি , রাজ্যকে চিঠি ২০টি বেসরকারি হাসপাতালের
Next articleHoli: কোভিডে দু’বছর স্তব্ধ থাকার পর বৃন্দাবনে রঙের খেলায় মাতলেন বিধবারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here