দেশের সময় ওযেবডেস্কঃ আজ শনিবার সকালেই আর্থার রোড জেল থেকে মুক্তি পাবেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ২৭ দিন পর ছেলেকে বাড়িতে স্বাগত জানাতে আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছে । শুক্রবার সব আইনি প্রক্রিয়া মিটতেই মন্নতের কর্মীরা তোরজোড় শুরু করে দিয়েছেন রাজপুত্রকে উষ্ণ অভ্যর্থনা জানাতে। আমাদের চিত্রসাংবাদিকরা রেডি ছিলেনই ক্যামেরা হাতে। শুক্রবার সন্ধ্যে বেলা যখন আরব সাগরের ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, তখনই আলোয় আলোয় সেজে উঠল মন্নত। হবে নাই বা কেন শাহরুখ-গৌরীর মন্নত যে মঞ্জুর হয়েছে।
সব নিয়মমাফিক এগোলে শাহরুখ পুত্র আজ সকাল দশটার মধ্যেই ছাড়া পাবেন। সূত্রের খবর, আজ সকালেই বেলবক্স খুলেছে জেল কর্তৃপক্ষ। অর্থাৎ আজ কারা ছাড়া পাচ্ছেন তার চূড়ান্ত তালিকা তৈরি করা শুরু হয়ে গিয়েছে। স্বভাবতই কিং খানের পুত্রের মুক্তির দিকে তাকিয়ে গোটা দেশ। শাপমুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান কিং খানের পরিবার।
সূত্রের খবর ঘড়ির কাটায় সকাল ৯ টা বাজলেই আরিয়ান খানকে রিলিজ দেওয়ার পদ্ধতি শুরু হবে। পদ্ধতিটি সম্পন্ন হতে সময় লাগতে পারে ১৫ মিনিট থেকে ১ ঘন্টা।
আরিয়ানের মুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁর পারিবারিক আত্মীয় তথা শাহরুখের দীর্ঘকালের সহ-অভিনেত্রী, সহকর্মী জুহি চাওলা। গতকাল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শাহরুখ পুত্রকে ছাড়াতে যান তিনি। কিন্তু নথি জেলে পৌঁছতে সাড়ে পাঁচটা বেজে যাওয়ায় নিয়ম অনুযায়ী শাহরুখপুত্রকে আরও এক দিন কাটাতে হয় জেল কুঠুরিতে।
বলাই বাহুল্য আরিয়ান এবং অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিন শর্তসাপেক্ষ। এনডিপিএস কোর্টে তাদের পাসপোর্ট জমা রাখতে হয়েছে। স্পষ্ট বলা হয়েছে মুম্বাই ছাড়ার আগে তাদের এনসিবি-কে জানাতে হবে। এই ঘটনার সঙ্গে জড়িত এমন অভিযোগ যাঁদের বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে দেখা করা বা কথা বলা কোনওটাই করতে পারবেন না আরিয়ান খান। সব মিলিয়ে আরিয়ানকে ১৪ টি শর্ত দিয়েছে মুম্বই আদালত।