Aryan Khan : ঘুচল অপবাদ, মাদক মামলায় ক্লিনচিট পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

0
483

দেশের সময় ওয়েবডেস্কঃ মন্নতে বোধহয় ফ্রাইডে নাইটে সেলিব্রেশন হবে। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে নেই শাহরুখ)। জানা গিয়েছে, আরিয়ান- সহ মোট ছ’জনকে এই মামলা থেকে মুক্তি দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যা খান পরিবারের জন্য সুখবর বলেই মনে করা হচ্ছে।

এই মামলায় ১৪ জনের নাম চার্জশিটে রেখেছে এনসিবি। তারা বলেছে, আরিয়ান-সহ ৬ জনের বিরুদ্ধে এমন কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি যাতে এটা প্রতিষ্ঠিত হয় তাঁরা মাদক নিচ্ছিলেন বা কাউকে দিচ্ছিলেন।

গত বছর শেষ দিকে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে মাদক নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘদিন জেলে ছিলেন আরিয়ান। যদিও সেই সময়ে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক বলেছিলেন, শাহরুখের অনেক প্রতিপত্তি। তাই ওঁর ছেলেকে ফাঁসিয়ে এনসিবি অফিসার টাকা লুঠের ষড়যন্ত্র করেছেন। অনেকে এই ঘটনাকে মারাঠা মুলুকের স্থানীয় রাজনীতির সঙ্গেও জুড়ে দেখাতে চেয়েছিলেন।

এদিন আদালতে চার্জশিট জমা দিয়েছে এনসিবি। সূত্রের খবর ২৯ মে-র শুনানিতে আরিয়ানদের মুক্তি হবে। ঘটনা হল, এই মামলায় শাহরুখের ছেলেসের গ্রেফতারি নিয়ে যখন রাজনীতির অভিযোগ উঠেছিল তখন এনসিবি-র সদর দফতর আর মুম্বইয়ের হাতে বিষয়টি রাখেনি।

দিল্লি থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়ে তদন্তের জন্য পাঠানো হয়। তার মাথায় ছিলেন সঞ্জয় কুমার নামের অফিসার। এত মাস পর চার্জশিট দেওয়া হল, আরিয়ানদের বিরুদ্ধে মাদক সেবন বা পাচারের কোনও অভিযোগই নেই।

Previous articleKashmir: কাশ্মীরের টিভি অভিনেতা আমরিন হত্যায় জড়িত ২ সহ ৪ জঙ্গি খতম এনকাউন্টারে
Next articleLadakh: সেনাবাহিনীর গাড়ি গিয়ে পড়ল সায়ক নদীতে ,নিহত অন্তত ৭ জওয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here