Arunita Kanjilal: শেরশাহ-র গান গাইলেন বনগাঁর অরুণিতা! মুগ্ধ হয়ে নেটিজেনরা কী বললেন

0
1041

দেশের সময় ওয়েবডেস্কঃ ‘ইন্ডিয়ান আইডল’র ট্রফি না জিতলেও অরুণিতা কাঞ্জিলাল জিতেছেন দর্শকের মন। সেই জন্যই, ১৫ অগস্ট ফলাফল প্রকাশ্যে আসার পর পবনদীপ রাজনকে বিজেতা হিসেবে মানতে রাজি ছিলেন না অনেকেই। তাঁদের দাবি ছিল, অরুণিতা পবনের থেকে অনেক অনেক ভালো গান গায়। এমনকী পবনদীপ নখের যোগ্য না অরুণিতার, এমনটাও মন্তব্য উঠে এসেছিল নেটপাড়ায়। 

https://www.instagram.com/p/CTeyoIhBqmC/?utm_medium=copy_link

যদিও হার -জিতের লড়াইয়ে তাঁদের সম্পর্কে ভাঁটা পড়েনি। বরং, একে-অপরের যে ভালো বন্ধুই আছেন তা এখনও পর্যন্ত জলের মতই পরিষ্কার, তাঁদের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে তার প্রমানও মিলছে। একসঙ্গে রিল ভিডিয়ো বানানো, শ্যুট থেকে শুুরু করে অনলাইন মিউজিক কনসার্ট সবেতেই আছেন দু’জনে।

তবে, শেরশাহ ছবির ‘O ratein lambiyaan lambiyaan’ গেয়ে ফের একবার সকলের মন জয় করে নিল অরুণিতা। খালি গলায় এত ভালো গান শুনে মুগ্ধ সকলে। নেটপাড়ার বিশ্বাস এটাই যদি রেকর্ডিং স্টুডিওতে গাওয়া হত, তবে আসল গানকে ছাপিয়ে যেত। অরুণিতার এমন পারফরম্যান্সে আপ্লুত তাঁর অনুরাগীরা‌। এমনই এক অনুরাগী বিহারের মধুবনি বেনিপট্টির (Bihar Beni patti) বাসিন্দা রামসুরাত কামাত (Ramsurat Kamat) দেশের সময-এর হোয়াটসঅ্যাপ (Whatsapp) নম্বরে যোগাযোগ করে অরুণিতার এই গানের জন্য অসংখ্য শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন৷

‘ইন্ডিয়ান আইডল’ শেষ হওয়ার পর রাখিতে বনগাঁয় পরিবারের কাছে ফিরেছিলেন অরুণিতা। তবে ফের চলে গিয়েছেন মুম্বই। বেশ কিছু প্লেব্যাকের অফার আছে তাঁর কাছে। শোনা যাচ্ছে, অরুণিতা ও পবনদীপকে একসঙ্গে গান গাওয়ানোর কথা ভাবছেন এনেক মিউজিক কোম্পানি। আপাতত তাঁদের জনপ্রিয়তা আকাশচুম্বী। সেটাকই কাজে লাগাতে চাইছে মায়ানগরী।

Previous articleBhabanipur bye-Election: মমতাকে জয়ী করতে বললেন চেতলার প্রবীণ বামপন্থী নেতা
Next articleজুলাই মাসের পর ফের সেপ্টেম্বরেই সৌর ঝড়ের মুখোমুখি পৃথিবী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here