Art Exhibition মানুষের মনের মধ্যে বিশ্বাস ‘কে আরও অটুট রাখার তাগিদে চারুবাসনা আর্ট গ্যালারিতে পাঁচজন শিল্পীর চিত্র প্রদর্শনী : দেখুন ভিডিও

0
212
সঙ্গীতা চৌধুরী  , কলকাতা :

চারুবাসনা গ্যালারিতে পাঁচজন শিল্পীর চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সম্প্রতি, নাম ‘পারসেপশন’। ৪ নভেম্বর চিত্র প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। পাঁচজন চিত্র শিল্পীর শিল্প কর্ম দিয়ে প্রদর্শনী কক্ষ সজ্জিত হয়েছে। প্রদর্শনীটি কলকাতা ও মুম্বইয়ের বাঙালি চিত্র শিল্পীদের মিলিত প্রয়াস। প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কাজেই প্রদর্শনীতে অভিনবত্বের ছোঁয়া মিলবে। দেখুন ভিডিও

চিত্রকর বাপ্পা ভৌমিকের কথায় , তিনি ভিন্ন প্রান্তের চিত্রকরদের একত্রিত করে এই আয়োজন করেন। ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের সমাজে বর্তমানে মানুষের মনে বিশ্বাস কমে যাচ্ছে। তবে মানুষের মধ্যে বিশ্বাস চলে গেলেও পোষ্যরা কিন্তু বিশ্বাস হারায় নি। পোষ্য, কুকুর বা পশু- পাখি যে কোন কিছুই হতে পারে। তাই আমার ছবিতে সেই দিকটি তুলে ধরার চেষ্টা করেছি।’

এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম শিল্প নির্দেশক তপন শেঠ। তবে বাংলার গন্ডি ছাড়িয়ে তিনি শিল্প নির্দেশনার জন্য মুম্বইয়েও পাড়ি দেন আজকাল। এত ব্যস্ততার মধ্যেও এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অঙ্কন বিভাগের প্রাক্তন ছাত্র সময় পেলেই রঙ- তুলি নিয়ে বসে পড়েন। প্রদর্শনীতে তাঁর ৬ টি ছবি রয়েছে। চিত্রকর তপনের ছবির বিষয় প্রকৃতি। তিনি প্রকৃতির সঙ্গে নারীর মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছেন। 

প্রদর্শনীর বাকি তিন শিল্পীর কাজও যথেষ্ট প্রশংসনীয়। শিল্পীরা হলেন প্রশান্ত ভট্টাচার্য, মধুমিতা রায়, সিদ্ধার্থ কর্মকার। প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশিষ্ট প্রবীন চিত্রকর তাপস কোনার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুলেখা ইঙ্ক- এর ফাউন্ডার কৌশিক মিত্র, রাজীব রায় চৌধুরী, গৌতম দাস, প্রসেনজিৎ মুখার্জী প্রমুখ।

দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ সংলগ্ন এই গ্যালারিতে প্রদর্শনীটি দুপুর দুটো থেকে রাত আটটা অবধি খোলা থাকবে।

Previous articleJessore Road:বনগাঁয় সাতসকালে ট্রাকের ধাক্কায় মৃত্যু গৃহবধূর : দেখুন ভিডিও
Next articleUS Presidential Election 2024 ‘চলুন একসঙ্গে কাজ করি , আব কি বার ট্রাম্প সরকার,!’ জয়ের পর পরমবন্ধুকে শুভেচ্ছা মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here