Art Exhibition ছবি বিক্রির টাকা দিয়ে মূক ও বধিরদের পাশে দাঁড়ানোর উদ্যোগ চিত্রশিল্পীদের

0
21

দেশের সময় , কলকাতা : সম্প্রতি কলকাতায় আইসিসিআরে বিশিষ্ট চিত্রশিল্পী সিমসন দাসের উদ্যোগে “আবাসবাড়ি ফেইথ কালচারাল সোসাইটির” ব্যানারে তিনদিন ব্যাপী একটি অনিন্দ্যসুন্দর চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো । অনুষ্ঠানে প্রায় পয়তাল্লিশ জন বিশিষ্ট শিল্পী অংশগ্রহণ করলেন এবং শিল্পীদের প্রত্যেককে “শিল্পী সম্মান ২০২৫” পুরস্কারে সম্মানিত করা হলো । অনুষ্ঠানের উদ্বোধনে বিশিষ্ট অতিথি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী গৌর মোহন পাহাড়ি, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিমোহন বাগলী, বিশিষ্ট শিল্পী তপন চট্টোপাধ্যায়, শিল্পী অনুপ কুমার করার, ভারতীয় জাদুঘর মডেলিং ইউনিটের প্রধান কৌশিক পাল, বিশিষ্ট শিল্পী কাশ্যপ রায়, অভিনেতা সৌরভ ঘোষ, অভিনেতা বিশ্বনাথ বোস সহ আরও অনেক বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

শিল্পী সিমসন দাস, নিবেদিতা পোল্লে, প্রীতম মাইতি, কাশ্যপ রায়, নন্দিতা চক্রবর্তী, ঐন্দ্রিলা দত্ত, মন্দিরা গাঙ্গুলী, ডক্টর রঞ্জন বসু সহ সকল শিল্পীর শিল্পকর্ম দর্শকদের বিশেষ ভাবে মুগ্ধ করে । চিত্র প্রদর্শনীর শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । ওনার ছোটবেলার শিক্ষিকা বিশিষ্ট চিত্রশিল্পী নিবেদিতা পোল্লের আঁকা ছবিও চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয় ।

শিল্পী সিমসন দাস, নিবেদিতা পোল্লে এবং আরো বহু বিশিষ্ট শিল্পীরা চিত্রপ্রদর্শনী শেষে সিদ্ধান্ত নেন তাঁদের আঁকা ছবি বিক্রি হলে সেই অর্থের একটি বৃহত্তর অংশ তাঁরা সমাজের মূক ও বধির বাচ্চাদের সাহায্যের জন্য উৎসর্গ করবেন এবং এই উদ্দ্যেশ্য নিয়ে খুব শীঘ্রই তাঁরা আরও একটি চিত্র প্রদর্শনী আয়োজন করবেন ।

শিল্পীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী  নিঃশুল্ক একটি ডিজিট্যাল অ্যালবাম বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন । এই ডিজিট্যাল অ্যালবামের মাধ্যমেই শিল্পীদের আঁকা ছবি ও শিল্পকর্ম সারা পৃথিবীর শিল্পানুরাগী মানুষ অনলাইনে দেখতে এবং কিনতে পারবেন । এই টাকারই একটি অংশ “সোসাইটির” মাধ্যমে মূক ও বধির বাচ্চাদের কল্যাণে ব্যবহৃত হবে ।

Previous articleনা ফেরার দেশে অভিনেতা উত্তম মোহান্তি ,ফের শোকের ছায়া বিনোদন জগতে
Next articleBangladesh Politicsকোরান, গীতা, বাইবেল পাঠ করে বাংলাদেশে নতুন দল এনসিপি-র আত্মপ্রকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here