

কলকাতা : আর্ট হিস্টরিয়ান ডঃ তপতী পাল দেবনাথের তত্বাবধানে কারিকা’র ৮ম শিল্প প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হল একাদেমী অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারীতে ১৭ই অক্টোবর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত। প্রায় ১৪ জন নতুন প্রজন্মের শিল্পীদের ৫৫ টি শিল্পকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হল। আক্রলিক, অয়েল পেন্টিং, জল রঙ সহ বিভিন্ন মিডিয়ামের কাজ প্রদর্শিত হল।

এই শিল্প প্রদর্শনীতে শিল্পী প্রসেনজিত নাথ, শিল্পী দিলীপ কুমার দেবনাথ, শিল্পী রিতম সাসমল, শিল্পী সমীর দাস, শিল্পী কেকা দে, শিল্পী রাহুল কুন্ডু, শিল্পী রাজীব সাহা, শিল্পী শুভম কবি, শিল্পী অতনু হাজরা, অনিন্দ্য অধিকারী, মৃত্যুঞ্জয় রায়, সৈকত কর্মকার এবং তপতী পাল দেবনাথ সহ আরও অনেকের শিল্পকর্ম প্রদর্শিত হল। শিল্পীদের ভাবনায় এইসমস্ত শিল্পকর্মগুলিতে মূলত ভারতীয় সংস্কৃতি এবং পুরাণ কথাই ফুটে উঠেছে।

ডঃ শোভন সোম – এর হাত ধরে কারিকা’র পথ চলা শুরু হয়েছিল ডোকরা শিল্প প্রদর্শনীর মধ্যে দিয়ে। এরপর কারিকা’কে আর কখনও ফিরে তাকাতে হয় নি। কারিকা সর্বদাই ভারতীয় শিল্পকলাকে ধরে রেখে এগিয়েছে। ইংরেজদের ঔপনিবেশিকতার সময় পাশ্চাত্য শিল্প ভারতীয় শিল্পীদের প্রভাবিত করেছিল, তারফলে ভারতীয় শিল্পের মধ্যে তার উপস্থিতি রয়েছে। দেখুন ভিডিও

কিন্তু ভারতের যে নিজস্ব শিল্প সংস্কৃতি রয়েছে তাকেও শিল্পের মাধ্যম এবং বিষয় হিসেবে গড়ে তোলা যায়। পাশ্চাত্য শিল্পকলা, চাইনিজ শিল্পকলা যেরকম তার নিজস্বতা গড়ে তুলতে সক্ষম হয়েছে ঠিক সেইভাবেই ভারতীয় শিল্পকলাকেও প্রতিষ্ঠিত করা যেতে পারে হিন্দু মহাকাব্য, হিন্দু পুরাণ এবং দেবদেবীদের শিল্পের বিষয় হিসেবে তুলে ধরলে। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি এটাই তার বার্তা, দেশের সময়কে জানালেন ডঃ তপতী পাল দেবনাথ।





