AR Rahman: সুরকার এ আর রহমানের নামে কানাডায় সড়কের নামকরণ

0
644

দেশেরসময় ওয়েবডেস্কঃ কানাডা সরকারের পক্ষ থেকে ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে অনন্য সম্মান ৷

এবার কানাডার গ্রেটার টরন্টো এলাকার মারখামে আরেকটি সড়কের নামকরণ করা হয়েছে তাঁর নামে। মারখামের মেয়র ফ্র্যাঙ্ক স্কারপিটিকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্র্যামি পুরস্কারে সম্মানিত সুরকার। 

সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এ আর রহমান লিখেছেন, ‘কল্পনাতীত। মারখামের মেয়র, কাউন্সিলর এবং কানাডার সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’ সুরকার ও সঙ্গীতশিল্পী আরও বলেন, ‘এই পদক্ষেপ একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এখনই ক্লান্ত না হয়ে, অবসর না নিয়ে। যদি কখনও ক্লান্ত হয়েও পড়ি, তবুও মনে রাখব, আমার আরও অনেক কিছু করার আছে, আরও বহু সেতু পেরোতে হবে।’ 

তবে এই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে অন্টারিও প্রদেশে একটি সড়কের নামকরণ করা হয় তাঁর নামে। সেটির নাম ‘আল্লাহ রাখা রহমান স্ট্রিট’। ১৯৯০ সালে ‘রোজা’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে পথচলা শুরু এ আর রহমানের। এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। এবার তাঁর প্রাপ্তির ঝুলিতে নয়া সংযোজন এই সড়কের নামকরণ। 

Previous articleMamata Banerjee: পার্থ চোর কিনা বিচার হবে, তাই বলে অভিষেক চোর? মেয়ো রোডে গর্জে উঠলেন মমতা!
Next articleMukesh Ambani: আগামী অক্টোবর মাসের মধ্যে দেশের চার মেট্রো শহরে ৫জি পরিষেবা, জানাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here