![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/IMG-20221014-WA0006-819x1024.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ ছোট্ট উকুলেলে নিয়ে গান গাইছেন নানা ভাষায়। কখনও বাংলা, কখনও হিন্দি, কখনও আবার তামিল। তাঁরা মূলত দেশের বিভিন্ন অঞ্চলের লোক সংগীত গান। তাঁরা হলেন দুই বোন, অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী । ইউটিউবে তাঁদের কয়েক লক্ষ ভক্ত-ফলোয়ার রয়েছে। আদতে বঙ্গকন্যা হলেও, তাঁরা অসমের শিবসাগরের বাসিন্দা ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/DESHER-SAMAY_20221028165805107.jpg)
এবার কালীপুজোয় জলপাইগুড়ির মঞ্চ মাতিয়ে গেলেন সেই নন্দী বোনেরা। বাঙালি হলেও, পশ্চিমবঙ্গে তাঁদের এই প্রথম অনুষ্ঠান করা। জলপাইগুড়ির যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জীর কালীপুজো, যার খাতায় কলমে নাম যুব ঐক্য, সেই ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানেই এসেছিলেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। প্রায় ৩ ঘন্টা ধরে দেশের ২৩টি ভাষায় লাগাতার গান গেয়েছেন তাঁরা। মাতিয়ে গেলেন শ্রোতা-দর্শকদের।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/DESHER-SAMAY_20221028165827896.jpg)
কোভিডকালীন সময়ে ভাইরাল হতে শুরু করেছিল নন্দী-বোনেদের গান। উকুলেলে হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে দুই বোনের জ্যামিং সেশন দারুণ উপভোগ করতেন সকলে। শুধু গানই নয়, দুই বোনের মিষ্টি মুখের মিষ্টি হাসিও যে বড়ই আদরের সকলের!
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/04.jpg)
তবে কেবল ব্যালকনিতেই সীমাবদ্ধ থাকেননি নন্দীরা। সেখান থেকেই সুযোগ পেয়েছেন এ আর রহমানের সুরে প্লে ব্যাক করার। সে স্বপ্ন পূরণ হয়েছে গত মাসেই। মণিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এ শোনা গেছে অন্তরাকে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/08.jpg)