Amul Milk Price দাম কমল ‘আমূল’ দুধের, মধ্যবিত্তের রেহাই

0
2

দেশের সময় ওয়েবডেস্কঃ একটি নয়, একসঙ্গে তিন ধরনের বাজার চলতি আমুল দুধের দাম কমানো হয়েছে।শুক্রবার গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন-এর (জিসিএমএমএফ) আধিকারিক জয়েন মেহতা দুধের দাম কমানোর বিষয়টি ঘোষণা করেছেন। 

গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল দুধের দাম কমানো হল। এক লিটারের প্রতি প্যাকেট এক টাকা করে দাম কমল। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে সংস্থা।

আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল… এই তিনটি পণ্যেরই দাম কমেছে এক লিটারের প্রতি প্যাকেটে এক টাকা করে।

এতদিন আমুল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, তা কমে দাঁড়াল ৬৫ টাকা। আমুল তাজা ৫৪ টাকার বদলে হয়েছে ৫৩ টাকা। আর আমুল টি স্পেশালের দাম ৬২ টাকা ছিল। সেই অনুযায়ী নতুন দাম হবে ৬১ টাকা।

কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। এ ক্ষেত্রে ৫০ পয়সা করে দাম কম হবে। 

দুধের চাহিদা নেই এমন বাড়ি কমই আছে। বিশেষ করে যে বাড়িতে বাচ্চা আর বয়স্ক রয়েছে সেই বাড়িতে রোজ দুধ লাগে এটাই স্বাভাবিক। আর আমূল সংস্থার দুধ তো অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে মধ্যবিত্তের একটা বড় অংশ যে লাভবান হল তা বলাই বাহুল্য। সংস্থা জানিয়েছে, মূল্যবৃদ্ধির সমস্যা মেটেনি তবে তার সঙ্গে লড়াই করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর জুন মাসে আমূল সারা দেশে তাঁদের দুধের দাম বাড়িয়েছিল। লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছিল, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাই দুধের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না। তবে নতুন বছরের শুরুতেই ১ টাকা দাম কমিয়ে নিল তারা। 

আমূলের এমডি জয়েন মেহতা জানিয়েছেন, দুধের দাম কমানোর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। সংস্থার মূল লক্ষ্যই হল ভোক্তাদের স্বস্তি দেওয়া এবং দুধের ব্যবহার বৃদ্ধি করা।

আমূলের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মধ্যবিত্তরা। তবে কবে থেকে পরিবর্তীয় দাম কার্যকর হবে তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। 

Previous articleGold Silver Price: বিয়ের মরশুমে ৮০ হাজারে উঠল সোনার দাম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here