AMIT SHAH : বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে আরও বড় পদক্ষেপ ভারতের

0
175

দেশের সময় ওয়েবডেস্ক : বাংলাদেশে ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তগুলি একেবারে বন্ধ করে দেওয়া হবে আগামী ২ বছরের মধ্যে ৷

শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী সরকার ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশের মধ্যে ৫৬০ কিলোমিটার এলাকা একেবারে ঘিরে দেবে। এই কাজকে করতে সমস্ত ধরনের পরিকল্পনা করে ফেলা হয়েছে।

ভারতের পূর্ব এবং পশ্চিম দিকের এই দুই দেশের সীমান্ত যাতে সুরক্ষিত থাকে সেজন্যেই এই ব্যবস্থা। এই দুই সীমানায় নদী, পাহাড় রয়েছে। তাই এই কাজ করতে গিয়ে বিএসএফকে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

অমিত শাহ আরও বলেন, একটি দেশ যদি সীমান্তের দিক থেকে সুরক্ষিত না থাকে তবে তার উন্নতি হয় না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এই অসাধ্য কাজকেও করে দেখাবে। বিশ্ব অর্থনীতিতে ভারত এখন পঞ্চম স্থানে রয়েছে। আগামীদিনে ভারত আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন শাহ।

Previous articleBJP washed Ambedkar statue: নাটকীয় ঘটনা বিধানসভায়, আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুয়ে গামছা দিয়ে মুছে দিল বিজেপি
Next articleCyclone Michaung: মঙ্গলেই ল্যান্ডফল, ঘণ্টায় ১০০ কিলোমিটারে তাণ্ডব দেখাবে মিগজাউম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here