Amit Shah: পেট্রাপোল বন্দরে আসছেন স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ, বন্ধ সীমান্ত বাণিজ্য: দেখুন ভিডিও

0
650

অর্পিতা বনিক, পেট্রাপোল: পয়লা বৈশাখের সন্ধিক্ষণে ছিলেন কলকাতায়। পুজো দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। এবার অমিত শাহ আসছেন ২৫-এ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে।

সব কিছু ঠিক ঠাক থাকলে ৯মে মঙ্গলবার দুপুরে ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে আসছেন স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দেখুন ভিডিও


ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং বন্দর সূত্রে জানা গিয়েছে, বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরীর শিলান্যাস করার কথা আছে স্বরাষ্ট্র মন্ত্রীর ৷

মঙ্গলবার দুপুরে ১২টায় কালিয়ানি বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামার কথা তাঁর৷ বন্দর সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় কার্গোগেটের ভূমি পূজোয় যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
সেই সঙ্গে বন্দর পরিদর্শন করে একটি ফোটো গ্যালারি দেখবেন এবং একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতাও করবেন তিনি৷

এদিন মধ্যহ্ন ভোজ সেরে বেলা ২টো নাগাদ কলকাতার উদ্যেশ্যে রওনা দেবেন পেট্রাপোল থেকে ৷

সোমবার পেট্রাপোল সীমান্তে এসে দেখা গেল বিএসএফ জওয়ানদের নজরদারি বেড়েছে৷ বন্দর সূত্রে জানা গেছে, সোম ও মঙ্গলবার বাণিজ্য বন্ধ থাকছে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার কারণে ৷

Previous articlePetrapole:পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎসবে সম্প্রীতির ছবি :দেখুন ভিডিও
Next articleSamaresh Majumdar Death: প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার,চিরঘুমের দেশে ‘কালবেলা’র স্রষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here