After Sindoor Operation Now Mock Drill:অপারেশন সিঁদুরের পরেই কলকাতায় শুরু মক ড্রিল : দেখুন ভিডিও

0
21
অর্পিতা দে , দেশের সময়

কলকাতা : পহেলগামে নৃশংস জঙ্গি হামলার ১৪ দিনের মধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের। অপারেশন ‘সিঁদুর’ মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের জঙ্গিরা যেভাবে ভারতের মা, মেয়েদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছে তারই বদলা স্বরূপ পাকিস্তানের এই ৯টি প্রধান জঙ্গি ঘাঁটি মুছে দিল ভারত। প্রতিরক্ষামন্ত্রীর ভাষায় ‘ঠিক যেভাবে হনুমান জী আশোক বন জ্বালিয়ে দিয়েছিল’।

বুধবার সকালে কলকাতার লা মার্টিনিয়ের ফর গার্লস এবং দিল্লি পাবলিক স্কুলে  মক ড্রিল – এর ছবিগুলি তুলেছেন জয়ন্ত সাউ ।

ভারত পাক যুদ্ধের আবহে কেন্দ্রের ঘোষণা মত মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে সেনাদের মক ড্রিল। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ৩১ টি জায়গায় এই মক ড্রিল হবে। দেশের সমস্ত বড় শহর দিল্লি, মুম্বই, চেন্নাই এর সঙ্গে কলকাতাতেও শুরু হল মক ড্রিল।

অপারেশন সিঁদুরের পরেই বুধবার সকালে কলকাতার লা মার্টিনিয়ের ফর গার্লস এবং দিল্লি পাবলিক স্কুলে এই মক ড্রিল হতে দেখা গেল। নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখতেই মূলত এই মক ড্রিল। সেইসঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের কি করণীয় তাই শেখানো হল স্কুলের ছাত্রছাত্রীদের। লা মার্টিনিয়ের স্কুলে ছাত্রীদের এই মক ড্রিল শুরুর আগে একলাইনে দাঁড় করিয়ে জরুরি অবস্থা সম্পর্কে তাদের বোঝানো হয় তারপর প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ধোঁয়া এবং গ্যাসের মোকাবিলা করতে হবে, আচমকা হামলা হলে কিভাবে ডেস্কের নীচে লুকিয়ে পড়তে হবে ইত্যাদির মতন বিষয়গুলি। দিল্লি পাবলিক স্কুলে শেখানো হয় জরুরি পরিস্থিতিতে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে কিভাবে সবাইকে জায়গা খালি করে ফেলতে হবে কিংবা যে যেখানে আছে চেয়ার কিংবা উঁচু জায়গার আড়ালে কিভাবে লুকিয়ে আশ্রয় নিতে হবে। দেখুন ভিডিও

অপারেশন সিঁদুরের পর থেমে নেই ভারত ক্রমাগত আঘাত হেনে চলেছে পাকিস্তানের দিকে। থেমে নেই পাকিস্তানও। পাকিস্তানের তরফেও বুধবার সকালেই জানিয়ে দেওয়া হয়েছে থেমে থাকবে না তারাও। বুধবার সকাল থেকেই জম্মু কাশ্মীর সহ উত্তরের বেশ কয়েকটি রাজ্যের এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে।

Previous articleHS Result 2025: উচ্চ মাধ্যমিকে শীর্ষে পূর্ব মেদিনীপুর, সেরা দশে হুগলির ১৪ , দেখুন পূর্ণাঙ্গ মেধাতালিকা
Next articleNestlé India’s New Bhiwandi Hub Brings Digital Twin and Green Logistics to the Forefront

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here