Adani আদানির স্বস্তি , ধারাভি প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

0
47

গৌতম আদানির জন্য সুখবর। মুম্বইয়ের ধারাভি বস্তি পুনর্গঠন প্রকল্প থাকছে আদানি গোষ্ঠীর হাতেই। শুক্রবার সুপ্রিম কোর্টে একটি নির্দেশে ধারাভি প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে, বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারের সেকলিংকের ২০১৯ সালের বিড বাতিল করা এবং ২০২২ সালে নতুন টেন্ডার জারি করার সিদ্ধান্ত বহাল রাখে। প্রকল্পটি আদানি গ্রুপকে দেওয়া হয়। পরবর্তীতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সেকলিংক সুপ্রিম কোর্টে আপিল করে। সেই আপিল শুক্রবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

সংযুক্ত আরব আমিরশাহের সংস্থা সেকলিংক টেকনোলজিস কর্পোরেশনের দায়ের করা একটি আপিলের শুনানিতে আদালত বলেছে, প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিছু রেলের কোয়ার্টার ভেঙে ফেলাও হয়েছে। ধারাভি বস্তি পুনর্গঠন প্রকল্পে সেকলিংকের দরপত্র বাতিল করার পর আদানি প্রপার্টিজ লিমিটেডকে ধারাভি প্রকল্পটি দেওয়ার মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল সেকলিংক। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলায় বম্বে হাই কোর্টের সিদ্ধান্তই বহাল রেখেছে।

২০১৮ সালে ধারাভি প্রকল্পের জন্য দরপত্র দাখিল করেছিল সেকলিংক। ২০২২ সালে পুরনো বরাত বাতিল করে দিয়ে নতুন করে দরপত্র দাখিলের বিজ্ঞাপন দেয়। ৫০৭০ কোটি টাকার দরপত্র দিয়ে বরাত জেতে আদানি প্রপার্টিজ। সেই সময় দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। অনিয়মের অভিযোগ উড়িয়ে মহারাষ্ট্রে বিজেপি জোটের সরকার দাবি করেছিল, করোনার পরে অর্থনীতির পরিস্থিতি বদলের জন্যই এই সিদ্ধান্ত। 

Previous articleLocal Train Cancel: প্রায় তিন সপ্তাহ বাতিল থাকবে ২০০-র বেশি লোকাল ট্রেন ! যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা
Next articleRGKar Student Murder CaseRG Kar: নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বিচারের দাবিতে ফের রাজপথে মিছিলের ডাক  চিকিৎসকদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here