Actor Samrat Mukherjee Arrested : মদ্যপ অবস্থায় বেপরোয়া ড্রাইভিং?  সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় সঙ্কটজনক বাইকআরোহী, গ্রেফতার অভিনেতা: দেখুন ভিডিও

0
298
সঙ্গীতা চৌধূরী দেশের সময়


কলকাতা: রাতের শহরে ফের বেপরোয়া গতির তাণ্ডব। গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, অভিনেতা সোমবার রাতে বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এই দুর্ঘটনা। অভিনেতার গাড়িটিও আটক করেছে পুলিশ। দেখুন ভিডিও


অভিযোগ, সোমবার রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা।  পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকআরোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। বাইক আরোহী একেবারে ছিটকে গিয়ে পড়েন। 


গুরুতর জখম বাইকআরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গেছে। দুর্ঘটনার পরই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। 


জানা যাচ্ছে, আহত বাইক আরোহী সাঙ্ঘাতিক জখম হয়েছেন। তাঁর বয়স মাত্র ২৯। তিনি বেহালারই বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা। কাজ করেন একটি আইসক্রিম কারখানায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর।  lচিকিৎসা চলছে। তাঁর অবস্থা যে সঙ্কটজনক, জানিয়েছেন চিকিৎসকরাই। 

Previous articleRG Kar Medical College: আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ শীর্ষ আদালতের
Next articleAVBP Protest:এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার , পুলিশের লাঠিচার্জে  রণক্ষেত্র সল্টলেক! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here