দেশের সময় ওয়েবডেস্কঃ পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর গাড়ি। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৬ জন জওয়ানের। গুরুতর আহত হয়েছেন চারজন। শুক্রবার ভারত-চিন সীমান্তের কাছে উত্তর সিকিমে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এর ফলে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছতেও বেশ দেরি হয়। জানা গেছে, লাচেন থেকে একটু দূরেই আজ এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ার ফলে একেবারে দুমড়ে-মুচড়ে যায়। একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, চার আহত সেনাকে হেলিকপ্টারে চাপিয়ে উত্তরবঙ্গের এক আর্মি হাসপাতালে বিমানে করে নিয়ে আসা হয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল সেনার এই বাসটি। সে সময়ই একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। গভীর খাদে পড়ে যায় বাসটি।
#Indian Army vehicle accident at North #Sikkim. Accident spot Zeema village, Lachen, North Sikkim.#anugamini@PIBGangtok @rajnathsingh @KirenRijiju @AmitShah @ianuragthakur pic.twitter.com/Q6vIVbPUNE
— ANUGAMINI (@anugamini2) December 23, 2022