Abhishek Banerjee : বাংলার চেয়ে মণিপুর ভাল থাকলে, ইম্ফলে ইন্টারনেট চালু হোক , মোদীর উদ্দেশে অভিষেক

0
464

দেশের সময় , ওয়েবডেস্কঃ মণিপুর ইস্যু নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সংসদের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মণিপুরে (Manipur) মহিলাদের বিবস্ত্র করে ঘোরানো ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “বাংলার সঙ্গে মণিপুরের তুলনা করা চলে না। আমাদের রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়নি। মণিপুরে তো ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে।”

সংসদে বিরোধীরা সমষ্টিগত ভাবে যখন মণিপুর পরিস্থিতি নিয়ে সরকারকে ঘিরে ধরতে চাইছে তখন বিজেপি বার বার রাজস্থান, বাংলা বা ছত্তীসগড়ের প্রসঙ্গ তুলছে। এই তুল্যমূল্য বিচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। সোমবার বিরোধীরা যখন সংসদে মণিপুর পরিস্থিতি নিয়ে ধর্না দিচ্ছেন, তখন দেখা যায় বিজেপি সাংসদরা রাজস্থানে মহিলা অত্যাচারের বিরুদ্ধে গান্ধী মূর্তির তলায় স্লোগান তুলছেন। বাংলাতেও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সমালোচনা করে রাজ্য বিজেপি সোশাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে।

এহেন পরিস্থিতিতে এদিন সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হচ্ছে। মণিপুরের কথা বললেই রাজস্থান, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে। আপনাদের যদি মনে হয়, মণিপুরের অবস্থা বাংলার চেয়ে ভাল, তাহলে ওখানে ইন্টারনেট চালিয়ে দিন”।

মোদী-শাহর উদ্দেশে খোঁচা দিয়ে অভিষেক আরও বলেন, “সিঙ্গল ইঞ্জিন সরকারের রাজ্যে তো ইন্টারনেট দিব্যি চলছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ইন্টারনেট চলছে না কেন?”

https://tv9bangla.com/india/tmc-mp-abhishek-banerjee-attacks-bjp-ruled-central-government-over-manipur-issue-says-government-withheld-100-days-work-money-865788.html

মণিপুরে হিংসা পরিস্থিতির কারণে গত তিন মাস ধরে ইন্টারনেট বন্ধ। কারণ, সরকারের আশঙ্কা রয়েছে, সোশাল মিডিয়ায় ভিডিও ফুটেজ, ছবি বা ভুয়ো খবর ছড়িয়ে হিংসার আগুন আরও ছড়াতে পারে। মণিপুরে গত ৩ মে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়। পরে তাঁদের গণধর্ষণও করা হয়। সেই ভিডিও ফুটেজ গোটা দেশে ভাইরাল হয়েছে। সরকারের আশঙ্কা, ইন্টারনেট চালু করলে আরও ভয়ঙ্কর সব ঘটনার ছবি বেরিয়ে পড়তে পারে।

অভিষেকও এদিন বোঝাতে চেয়েছেন, মণিপুরে যে ইন্টারনেট বন্ধ করে রাখতে হয়েছে, সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে কতটা ভয়াবহ অবস্থা সেখানে।

এদিন সংসদ চত্বরে বিরোধীদের ধর্নাস্থানে দলের প্রায় সব সাংসদকে নিয়ে হাজির ছিলেন অভিষেক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলার মানুষের একশ দিনের কাজ ও আবাস যোজনার বাড়ির টাকা আটকে প্রধানমন্ত্রী ১৫০০ কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন বানিয়েছেন। অথচ সেখানে কোনও আলোচনা হতে দিচ্ছেন না। বিজেপিই সংসদে মণিপুর বিতর্কের পথ আটকে রয়েছে। তাহলেই বুঝুন দেশের কী অবস্থা!”

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু ওই দিনই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান থাকায় অধিবেশনে যোগ দিতে পারেননি অধিকাংশ সাংসদরাই।

Previous articleAbhishek Banerjee: বাড়ি ঘেরাও মন্তব্যের জন্য এফ আই আর, দিল্লি যাওয়ার পথে শুভেন্দুকে ‘শুভেচ্ছা’ জানিয়ে গেলেন অভিষেক
Next articleHabra News: ”বাবার স্বপ্নপূরণে এম এ পড়ার সঙ্গেই কচুরির ব্যবসা, হাবড়ার মৌমিতার গল্প এখন সবার মুখে মুখে : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here