Abhishek Banerjee : অভিষেককে ‘১০ অক্টোবরের মধ্যেই দিতে হবে তথ্য ,১ ঘণ্টাও বাড়তি সময় নয় ‘,হাইকোর্টের ভর্ৎসনা ইডি’কেও

0
359

দেশের সময় , কলকাতা : ফের কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে ইডি।একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচ না দিয়ে নথি ইডি-এর দাবি মেনে সমস্ত নথি ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত অধিকর্তার সম্পত্তির হিসাব আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু অভিষেক যে তথ্য জমা দিয়েছিলেন তার ভিত্তিতে ইডির রিপোর্ট দেখে যারপরনাই অসন্তুষ্ট হয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইডির তদন্তকারীর অফিসারকে ভর্ৎসনাও করেছিলেন তিনি। ইডি যাতে অভিষেক ও বাকি ডিরেক্টরের যাবতীয় সম্পত্তির হিসাব দ্রুত পেশ করে তার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

এর পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল, মঙ্গলবার তথা ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত তথ্য পেশ করতে হবে। তার জন্য আর এক ঘণ্টাও বাড়তি সময় দেওয়া হবে না।


শুধু তাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডিকে কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিষেকের পেশ করা নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে ডেকে পাঠাতে পারবে তদন্তকারী সংস্থা। তবে হ্যাঁ, তাঁকে তলব করার আগে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। তাছাড়া পুজোর মধ্যে অর্থাৎ ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে অভিষেককে তলব করা যাবে না।

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত সূত্রে ইতিমধ্যে ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সেই সঙ্গে আগামী সপ্তাহে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে ডাকা হয়েছে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা কেবল অভিষেক বা তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসাব পেশ করতে বলেননি।

তিনি এও নির্দেশ দিয়েছিলেন যে ওই সংস্থার সমস্ত কর্মীর ব্যাঙ্ক স্টেটমেন্ট আদালতে পেশ করতে হবে। জন্ম লগ্ন থেকে ওই সংস্থার ক্লায়েন্ট কারা, তাদের সঙ্গে কী কী লেনদেন হয়েছিল তাও পেশ করতে হবে। 

বিচারপতি অমৃতা সিনহার ওই  নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল। শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেও মৌখিক ভাবে দুই বিচারপতি তাঁদের পর্যবেক্ষণ জানিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। বিচারপতি অমৃতা সিনহা সে ব্যাপারে তাঁর নির্দেশে জানিয়েছিলেন, ৩ তারিখ তদন্ত প্রক্রিয়া যেন সুনিশ্চিত করে ইডি। তা যেন ব্যাহত না হয়। কিন্তু ওই দিন দিল্লিতে অভিষেকের পূর্ব ঘোষিত রাজনৈতিক কর্মসূচি থাকায় ইডি দফতরে যাননি অভিষেক। বরং তাঁর আইনজীবী কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে বিশেষ কোনও সুরাহা পেলেন না অভিষেক।

Previous articleED Raid: পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি হানা, আরও ১২ জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি
Next articleRituparna Sengupta: ফের বলিউডে ঋতুপর্ণা! “হম তুমহে চাহতে হ্যায়” ছবির প্রচারে কলকাতায় চাঁদের হাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here