কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন না? এমন প্রশ্ন উঠে গেছিল। কারণ লোকসভা ভোটের পর চিকিৎসার কারণে সাংগঠনিক বিষয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি চারটি বিধানসভা আসনের উপনির্বাচনেও তাঁর বিশেষ ভূমিকা ছিল না। তবে জানা গেছিল একুশে জুলাইয়ের আগেই কলকাতায় ফিরবেন অভিষেক। সেই মতো শুক্রবার সকালে তিনি ফিরলেন শহরে।
অভিষেক সাময়িক বিরতি নেওয়ায় তৃণমূলের অনেকে সিঁদুরে মেঘ দেখছিলেন। তৃণমূলের একাংশের ধারণা হয়েছিল, একুশে জুলাইয়ের আগে অভিষেক কলকাতায় নাও ফিরতে পারেন।
তেমনটা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে ভোটের ফল ভাল হলেও তৃণমূলের কর্মীদের কাছে ভুল বার্তা চলে যাবে। কিন্তু শুক্রবার সকালে কলকাতায় ফিরে সব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন অভিষেক নিজেই।
কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে এও খবর, গত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় নিয়মিত কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মতো শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা পাওয়ার অর্থ, আগামী রবিবার তিনি একুশের মঞ্চে অবশ্যই থাকছেন।
অভিষেক চিকিৎসার জন্য কোথায় গেছিলেন, সে ব্যাপারে স্পষ্ট করে অবশ্য কাউকে কিছু জানাননি। তা নিয়ে কোনও সোশাল পোস্টও করেননি। তবে জানা গেছে, গত ২৫ এবং ২৬ জুন লোকসভায় নতুন সাংসদদের শপথ হয়েছে। ২৫ তারিখ শপথ নিয়েছেন অভিষেক। তার পর চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়ে যান তিনি।
এর আগে গত বছর পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাত দূরত্ব নজর কেড়েছিল। অভিষেক চেয়েছিলেন পুজোর সময়েও রাজভবনের সামনে ধর্না চালিয়ে যেতে। মুখ্যমন্ত্রী তাতে রাজি ছিলেন না। পরিণামে দেখা যায়, নভেম্বর মাসের ২৩ তারিখ নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মিসভায় গরহাজির ছিলেন অভিষেক। পরে জানুয়ারি মাসে রেড রোডে তৃণমূলের ধর্না কর্মসূচিতেও অভিষেক ছিলেন না।
গত ১৬ জুন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অভিষেকের ছোট একটি অস্ত্রোপচার হয়েছিল। তার পরে লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অধিবেশনের সময়ে জাতীয় রাজনীতিতে নানা বিষয়ে দলনেত্রী মমতার নির্দেশক্রমেই সক্রিয়তা দেখিয়েছিলেন তৃণমূলের সেনাপতি।
স্পিকার নির্বাচন নিয়ে তাঁর প্রতিক্রিয়ার ফলে দেখা গিয়েছিল, রাহুল গান্ধী অভিষেককে ডেকে নিয়ে লোকসভায় বসে কথা বলছেন। রাহুল ফোনে কথা বলেছিলেন মমতার সঙ্গেও।
তার পরে অবশ্য আমেরিকায় চলে যান অভিষেক। ফিরলেন শুক্রবার। রবিবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে, আপাতত সে দিকেই তাকিয়ে গোটা তৃণমূল।