Abhisek Banerjee: ‌অভিষেকের বাঁ চোখে অস্ত্রোপচার হল মার্কিন মুলুকে,‘অমানবিকদের’ উদ্দেশে টুইট কুণালের

0
821

দেশের সময় ওয়েবডেস্কঃ দুর্ঘটনায় বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই চোখের অস্ত্রোপচার হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

পুজোর সময় থেকেই দেশের বাইরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন। গত পরশু তাঁর বাঁ চোখে সাত ঘণ্টা ধরে আরও একটি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু তা নিয়েও সমালোচকরা কটাক্ষ করছিলেন। বিজেপির কেউ কেউ এও প্রশ্ন তুলেছিলেন, কী এমন অপারেশন যে এত দিন ধরে বিদেশে থাকতে হচ্ছে! শনিবার তাঁদের উদ্দেশে টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আমেরিকার জন হপকিন্স হাসপাতালে সেই অস্ত্রোপচার হয়েছে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন অভিষেক। টুইট করে একথা জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শনিবার সকালে অভিষেকের একটি ছবি দিয়ে কুণাল লিখেছেন, ‘যাঁরা অমানবিকভাবে অভিষেকের চোখের চিকিৎসা এব‌ং অস্ত্রোপচার নিয়ে সমালোচনা করছিলেন, তাঁদের অভিষেকের চোখের অবস্থা দেখা উচিত।

অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এব‌ং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’ যে ছবিটি কুণাল পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, অভিষেকের বাঁ চোখের মণি বাদে বাকি অংশ লাল। চোখের নীচের দিকে রয়েছে অস্ত্রোপচারের দাগ। অস্ত্রোপচারের কারণে বাঁ চোখের একাংশ খানিকটা ফোলা রয়েছে।  

এটা ঘটনা, ২০১৬ সালে মুর্শিদাবাদের এক দলীয় কর্মীসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক। এই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নীচের হাড়টি ভেঙে যায়। তারপর দীর্ঘদিন এই চোখ নিয়ে নিয়ে সমস্যায় ভুগেছেন। অবশেষে সেই চোখে হল অস্ত্রোপচার। 

Previous articleGarapota Kali Mandir: দেবী যেখানে মেটান ভক্তদের কামনা, বিপদে-আপদে সিদ্ধেশ্বরী কালীই ভরসা গাঁড়াপোতাবাসীর, দেখুন ভিডিও
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here