Aadhhar Card News:  ১৪ সেপ্টেম্বর পর্যন্তই শেষ সুযোগ, আধার কার্ডে-র আপডেট না করালে এই সুযোগ হাত ছাড়া হতে পারে

0
181

দেশের সময়, নিউ দিল্লি: সরকারি-বেসরকারি যে কোনও কাজেই এখন বিশেষ প্রয়োজন আধার কার্ডের। কেন্দ্রের তরফেও আধার কার্ড নিয়ে নিয়মের কড়াকড়ি জারি করা হয়েছে। নাগরিকদের আধার কার্ডে সঠিক তথ্য আপডেট করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করাতে বলা হয়েছে। আর আধার কার্ডের এই তথ্য আপডেট নিয়েই রয়েছে বড় খবর।

আধার কার্ডে তথ্য আপডেট করার সুযোগ দিচ্ছে সরকার। তাও আবার বিনামূল্যে। অনলাইনে আধার কার্ডে ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, ইমেল অ্যাড্রেসের মতো তথ্য আপডেট করা যাবে।

এর জন্য কোনও চার্জও দিতে হবে না। বিনামূল্যে এই তথ্য আপডেট করার শেষ সুযোগ হল ১৪ সেপ্টেম্বর। অর্থাৎ ১৪ সেপ্টেম্বরের পর থেকে বিনামূল্যে আর  আধার কার্ডে তথ্য আপডেট করা যাবে না।

কেন্দ্রের তরফে এর আগে একাধিকবার আধার কার্ডে তথ্য আপডেটের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এই বছর নতুন করে আর কোনও ঘোষণা করেনি সরকার। তাই অনুমান করা হচ্ছে, এবার আর আধার কার্ড বিনামূল্যে আপডেট করার মেয়াদ বাড়ানো হবে না। সুতরাং যাদের এখনও আধার কার্ড আপডেট করা হয়নি, তাদের হাতে আর মাত্র ১০ দিন সময় রয়েছে।

Previous articleSandip Ghoshসন্দীপ ঘোষকে দেখেই সপাটে চড় মারলেন এক বিক্ষোভকারী! আদালত চত্বরে হইচই পড়ে যায়: দেখুন ভিডিও
Next articleKunal Ghosh On CBI :’ সঞ্জয় একাই ধর্ষক না অন্য কেউ ছিল, আগামীকাল কোর্টে বলুক সিবিআই’, মন্তব্য কুণাল ঘোষের: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here