রবিবার ডার্বি, মাঠে নামার অপেক্ষায় দুই প্রধান

0
768

নিজস্ব প্রতিবেদন দেশের সময় – রাত পোহালেই ডার্বি। মাঠে নামার জন্য ফুটছে দুই প্রধান। দুটো শিবিরই তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছে
না।

ডার্বির জন্য সিরিয়াস মোহন শিবির। শনিবার তারা ক্লোজড ডোর অনুশীলন করেছে। পাশাপাশি দলের ফুটবলারদের মুখ বন্ধ করে
দিয়েছেন কোচ কিবু ভিকুনা। অন্যদিকে সাইতে অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান বধের যাবতীয় পরিকল্পনা করে
নিয়েছেন লাল-হলুদ কোচ আলেজান্দ্রো।

অনুশীলনের পরে মার্তি বলেন, ’এটা একটা অন্য ম্যাচের মতোই। এই ম্যাচ জিততে চাই। আমাদের কোচ ভালো ট্রেনিং
করিয়েছেন। আমরা এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছি। আশা করি জিতব।’

বড় ম্যাচে লাল-হলুদের পক্ষে তুরুপের তাল হতে চলেছেন কোলাডো। এই স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়েই যাবতীয় পরিকল্পনা করতে
চলেছেন ইস্টবেঙ্গল কোচ। অন্য দিকে বেইতিয়াকে নিয়ে ম্যাচ জেতার পরিকল্পনা করছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ।
পাশাপাশি সেট পিস অস্ত্রেই বাজিমাত করতে চাইছেন সবুজ-মেরুন কোচ।

Previous articleদিদিকে বল কর্মসূচির সুফল পেলেন বনগাঁ মহকুমার মানুষ
Next articleDesher Samay Epaper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here