চাঁদে গেলে ৫৬ % প্রাণের মানুষকেই ভিডিও কল করতে চান তাঁরা

0
710

দেশের সময়,ওয়েবডেস্ক: যুগ যুগ ধরে কবি, সাহিত্যিকদের কলমে চাঁদ প্রেমের প্রতীক। তা সে আসলে যতই রুক্ষ, পাথুরে হোক না কেন। সেই চাঁদ থেকেই কাউকে যদি ভিডিও কল করতে হয় তাহলে প্রথম ফোনটা কাকে করবেন আপনি। কমপক্ষে ৪০০ জনের উপর করা সমীক্ষা রিপোর্ট বলছে তাঁদের মধ্যে ৫৬ শতাংশই তাঁদের প্রাণের মানুষটাকেই ভিডিও কল করতে চান চাঁদ থেকে।

১৪ শতাংশ মাকে এবং ৯ শতাংশ বন্ধুবান্ধবদের ভিডিও কল করতে চান। ভিডিও কলে সবার শেষে আছেন বাবা। ৪০০ জনের মধ্যে মাত্র ৮ শতাংশ মানুষ বাবাকে ভিডিও কল করতে চান চাঁদ থেকে।

আগামী ২০ জুলাই নাসার অ্যাপোলো মুন মিশনের সুবর্ণ জয়ন্তী। ১৯৬৯ সালের ২০ জুলাই নিল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদের মাটি ছুঁয়েছিল অ্যাপোলো ১১ মহাকাশযান। সেই ঘটনার স্মরণেই গত ৮–১১ জানুয়ারি এই সমীক্ষা করেছিল লাস ভেগাসের কোম্পানি কনজিউমার্স ইলেট্রনিক্স শো। তাঁদের মধ্যে ৮০ শতাংশ মানুষ চেয়েছেন মানুষের মতো দেখতে কোনও রোবট চালকের সঙ্গে মহাকাশযানে চড়ে মহাকাশে যেতে। আর সেখান থেকে চাঁদে পৌঁছে ভিডিও কল করতে প্রেমাস্পদকে। ‌‌ ‌‌

Previous articleহাইকোর্টের নির্দেশের উপরেই ঝুলে রইল বনগাঁ পুরসভার অনাস্থা প্রস্তাবের ভবিষ্যত
Next articleবনগাঁ পৌরসভা ফের সচল করতে পুরসভায় ঢুকলেন পুরপ্রধান-প্রতিবাদ মিছিল করে শহরের রাস্তায় নামল বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here