বোলপুরে বালু শিল্প করে নজর কাড়লেন ওড়িশার ছাত্র-ছাত্রীরা

0
1252

ইন্দ্রজিৎ রায়, শান্তিনিকেতন:

শিক্ষামূলক ভ্রমণে শান্তিনিকেতনে এসে বালু শিল্প করে নজির গড়লেন উড়িষ্যা ভুবনেশ্বর থেকে আগত ছাত্র ছাত্রীরা। রথের দিন সন্ধ্যায় স্টেট ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট অফ আর্ট এন্ড ক্রাফট এর ৪০জন ছাত্র ছাত্রীরা বোলপুরের প্রভাত সরণীতে একটি নির্মীয়মান বহুতলের সামনে বালি পড়ে থাকতে দেখে কাজ শুরু করেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম এর স্কেচ।

প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় শিল্পকর্মটি সম্পন্ন হয়। শিল্প কর্ম চলাকালীন ভিড় জমে যায়‌ ওই এলাকায়। শিল্পকর্মের কাজটি নিপুন ভাবে সম্পন্ন হওয়ার পর ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন বোলপুর বাসী।

ছাত্র ছাত্রীদের শিক্ষক ওমপ্রকাশ বারিক জানান রথের দিন ওড়িশা ছেড়ে আশায় স্বভাবতই মন খারাপ ছিল, কিন্তু ছুটি না থাকায় এই সময়ে আসতে হয়েছে। শান্তিনিকেতনের শিল্পকলা দেখে মুগ্ধ হয়ে ছাত্র ছাত্রীরা শান্তিনিকেতনে তাদের শিল্পকলা দেখানোর তাগিদ অনুভব করেন, তারই ফসল আজকের এই শিল্পকলা।

Previous articleনামে কীই বা যায় আসে!
Next articleএক অনন্য নির্মাণঃ অল্প কথার গল্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here