অর্পিতা দে, কলকাতা: কথায় আছে অদম্য ইচ্ছা শক্তির জয় হয়।আর তেমনটাই হয়েছে তিয়াসা কিংবা অভয়দের ক্ষেত্রেও। দরিদ্র ট্যাক্সি চালকের মেয়ে তিয়াসা মজুমদার; দরিদ্র হলেও নিজের মেধার জোরে সে এগিয়েছিল ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে কিন্তু প্রথম প্রবেশিকা পরীক্ষায় সে যখন ব্যর্থ হলো, সেই সাথে দোসর দারিদ্র, তিয়াসা ভাবলো তার বোধয় আর ডাক্তারি পড়া হলো না।
কিন্তু যে মেয়ের পড়াশোনার প্রতি অদম্য ভালোবাসা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার অদম্য জেদ আর হার না মানার মানসিকতা সে কি করে এতো সহজে তার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলোকে এভাবে দারিদ্রের কাছে হার মেনে ভেঙেচুরে ফেলতে পারে! এমতাবস্থায় পেস আই আই টি মেডিকেল এগিয়ে আসে তিয়াসার স্বপ্ন পূরণের সহায়ক হয়ে৷তাদের আর্থিক সাহায্য এবং প্রশিক্ষণের মাধ্যমে তিয়াসা আবার প্রবেশিকা দেয় এবং যথোপযুক্ত রাঙ্ক করে সে আর জি কর মেডিকেল কলেজে ডাক্তারির পড়াশোনা শুরু করে৷
জয় হয় তিয়াসার অদম্য ইচ্ছা শক্তির আর পেস আই আই টি’ও এগিয়ে নিয়ে যায় তিয়াসার মতো আরোও অনেককে; সে ফুটপাথের বই বিক্রেতার ছেলে অভয় কিংবা তিয়াসার মতোই দারিদ্রের সঙ্গে লড়াই করা তনুশ্রী যাদের অদম্য ইচ্ছাশক্তি আছে কিন্তু ডাক্তারির স্বপ্ন পূরণ হতে গিয়ে প্রতিবারই বাধ সেজেছে অর্থ, দারিদ্র, তাদের পাশে এসে দাঁড়িয়েছে পেস আই আই টি এন্ড মেডিকেল ( কলকাতা)৷
তাই তিয়াসার নাম দিয়েই তারা শুরু করেছে এক অভিনব সামাজিক উদ্যোগ ‘তিয়াসার খোঁজ’৷ এর মাধ্যমে তারা তিয়াসা, অভয়দের মতন ছেলেমেয়েদের স্বপ্নকে আরোও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।তাদের দারিদ্রের সঙ্গে লড়াই এবং সাফল্যকে প্রেরণা জুগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ঘটনাগুলো উদ্দীপ্ত করেছে এই যুবসমাজকে৷ আর এই সাফল্যের পর পেস আই আই টি আমাদের চারপাশে ছড়িয়ে থাকা তিয়াসাদের আরো খোঁজার চেষ্টায় এবছর থেকে শুরু করেছে ‘তিয়াসার খোঁজ সিজন ২’, যাতে এখন মনোনীত করা যাবে নতুন নতুন তিয়াসাদের৷