জাতীয় স্কুল গেমস যোগাসনের আসর দীঘার সমুদ্র সৈকতে

0
57
সুব্রত বক্সী , দেশের সময়

৬৯ তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা বুধবার শুরু হলো সমুদ্র সৈকত দীঘাতে । স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দীঘা মিনি ভারতবর্ষে রূপ নেয়। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের শারীর শিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায় এই প্রথম জাতীয় যোগাসন প্রতিযোগিতার আসর বসছে দীঘায়।এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মৎস্য মন্ত্রী।

বিশেষ সচিব ও অ্যাডিশনাল ডাইরেক্টর সুরজিৎ রায়,যুগ্মঅধিকর্তা বিদ্যালয় শিক্ষা বিভাগ, উপ-অধিকর্তা গৌরাঙ্গ মন্ডল, আহ্বায়ক, বিজন সরকার প্রাক্তন মন্ত্রী অখিল গির, রামনগরের এসডিও প্রতিক অশোক ধূমল এছাড়াও অন্যান্য প্রশাসনিক প্রধান ব্যক্তিবর্গ ।
,

অনূর্ধ্ব১৪, ও ১৯ বছর বালক ও বালিকা বিভাগের এই প্রতিযোগিতা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত l সারা ভারতবর্ষের রাজ্যসমুহের বিদ্যালয় দল ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের দল সহ মোট ৩৫টি ইউনিট অংশগ্রহণ করছেl সারাদেশের অনূর্ধ্ব ১৪ বছর বিভাগের ১৬১ জন বালিকা ও ১৫৮. জন বালক অংশগ্রহণ করছে। এবং অনূর্ধ্ব ১৯বছর বালক বিভাগে ১৫৩ জন ও বালিকা বিভাগে ১৫৭ জন অংশগ্রহণ করছে। ৮৮৭ প্রতিযোগী ও প্রতিযোগিনী সহ কোচ, ম্যানেজার, বিচারক ও সংগঠক সহ প্রায় ১২২০.জন নিযুক্ত আছে এই জাতীয় ক্রীড়া মিলন উৎসবে ।

এই প্রতিযোগিতায় দীঘা সমুদ্র সৈকত শহরে অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যালয়ের যোগাসন দলে কোচ ম্যানেজার সহ২১ জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৭ জন মেয়ে ও ৭.জন ছেলে বাংলা যোগাসন দলের প্রতিনিধিত্বকরছে।

আবার আগামী ২৮ জানুয়ারি থেকে ৩০  জানুয়ারি পর্যন্ত দীঘার সমুদ্র সৈকত শহরে অনুষ্ঠিত হবে ৬৯তম জাতীয় বিদ্যালয় বিঢ ভলিবল প্রতিযোগিতা। বিগত বছর জাতীয় রেংকিংয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় দল জাতীয় র‍্যাংকিং এ সপ্তম স্থানে ছিল। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয়ের দল ৫৫ টি স্বর্ণপদক লাভ করে জাতীয় র‍্যাংকিং এ উত্তর প্রদেশ গুজরাট, রাজস্থান ও দিল্লি কে পিছনে ফেলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয়ের দল বর্তমানে জাতীয় রেংকিংয়ে এ পঞ্চম স্থানে উঠে এসেছে ।

Previous articleSaraswati Puja২০২৬- এর বসন্ত পঞ্চমী তিথি কবে? অঞ্জলী দেওয়ার সময় কখন? জানুন সরস্বতী পুজোর নির্ঘণ্ট
Next articlePhoto Exhibition: ‘চিত্র যেথা ভয়শূন্য’! ধর্মতলায় সাংবাদিকদের ছবির মেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here