

অর্পিতা বণিক , দেশের সময়

চেনা নাটক, নতুন আঙ্গিক। চৈতি ঘোষালের হাত ধরে কলকাতার পর এবার ইছামতীর শহর বনগাঁর নীলদর্পণ অডিটোরিয়ামে মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক রক্তকরবী।

প্রফেসর এর চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট চিত্র সাংবাদিক অশোকমজুমদার । সঙ্গীত পরিচালনায় রয়েছেন দেবজ্যোতি মিশ্র।’ ‘রক্তকরবী’র রাজার ভূমিকায় অভিনয় করছেন দেবেশ রায় চৌধুরী ।আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় শো।

পুর প্রধান গোপাল শেঠ জানান , বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত চিত্র সাংবাদিক বর্তমানে মাননীয়া মুখ্যমন্ত্রীর নিজস্ব ফটোগ্রাফার অশোক মজুমদার অভিনিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী’কে কেন্দ্র করে ১৪ সেপ্টেম্বর থেকে ফের বাংলা ভাষাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছে বনগাঁবাসী । দেখুন ভিডিও

প্রায় ২৫ বছর ধরে মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর ভূমিকায় অভিনয় করে চলেছেন চৈতি ঘোষাল। প্রথমে তৃপ্তি মিত্রর পরিচালনায়। এবং পরবর্তী সময়ে গৌতম হালদারের। তবে এবার নিজেই ‘রক্তকরবী’ নাটকের নির্দেশনা দিচ্ছেন চৈতি। আর এই নাটকের হাত ধরেই অনেক আগেই নির্দেশক হিসাবে মঞ্চে আত্মপ্রকাশও করেছেন অভিনেত্রী। একই সঙ্গে এই নাটকের নন্দিনীও বরাবরের মতো তিনি নিজেই।

নাটকটি ইতি মধ্যেই বিডিন্ন মঞ্চে ঝড় তুলেছে । জানা গিয়েছে, গৌতম হালদারের ‘রক্তকরবী’র থেকে একেবারেই আলাদা চৈতি পরিচালিত এই ‘রক্তকরবী’। নাটকের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। নৃত্য পরিকল্পনা সুকল্যাণ ভট্টাচার্যের। রাজার চরিত্রে দেখা যাবে দেবেশ রায়চৌধুরীকে।

চৈতি যেমন বিগত ২৫ বছর ধরে নন্দিনীর ভূমিকায় অভিনয় করে চলেছেন তেমনি দেবেশের সঙ্গে রাজা চরিত্রটির পরিচয়ও সেই ছাত্রাবস্থায়। ‘বহুরূপী’ ছাড়াও একাধিক নাট্যদলের হয়ে ‘রক্তকরবী’র রাজার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

প্রথম বাংলা নাটক নির্দেশনায় কেন ‘রক্তকরবী’কেই এই সময় বেছে নিলেন চৈতি? এই বিষয়ে তিনি জানান, ‘যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে। ধ্বংসের চেহারা আমাদের সকলের সামনে।পৃথিবীর নিরিখে, সমাজের নিরিখে, এমনকী পরিবারের চার দেওয়ালের সুরক্ষার মধ্যেও যুদ্ধ চলে ক্রমাগত। রক্তকরবী এমন একটি নাট্য যা ১০০ বছর পরেও সময়ের উপযোগী। আজকের সময়ের প্রেক্ষিতে রক্তকরবী এক জ্বলন্ত সত্য ছবি তৈরি করে মঞ্চে ও মানুষের মনে । রক্তকরবীর চরিত্রগুলো যেন সব চেনা। আমি রক্তকরবী নাট্যটি পরিচালনা করছি। এটি আমার প্রথম প্রয়াস। চারিপাশটা আমাকে বলে, রক্তকরবী আজও বেঁচে আছে- জীবন্ত।…তাই রক্তকরবী নাট্যটি নির্মান করার তাগিদ বারবার আমরা অনুভব করি।’

উল্লেখ্য , পুরসভার উদ্যোগে রক্তকরবী নাটকটি আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় ইছামতীর শহর বনগাঁর নীলদর্পণ অডিটোরিয়ামে মঞ্চ স্থ হতে চলেছে ।

বিশিষ্ট স্কুল শিক্ষক সুমন মজুমদারের কথায়, রক্তকরবী নাটককে কেন্দ্র করে পুরসভার প্রস্তুতি দেখে মনে হচ্ছে ১৪ সেপ্টম্বর রবিবাসরীয় সন্ধ্যা যেন ব্রিগেডের রুপ নিতে চলেছে! ফের বাংলা ভাষাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছে বনগাঁবাসী ।

ছবি তুলেছেন অর্পিতা দে ।