Delhi CM Rekha Gupta : নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী ,হাসপাতালে ভর্তি রেখা গুপ্তা

0
74

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর ‘হামলা’, চড় মারার চেষ্টা! নিজের বাসভবনে আক্রান্ত রেখা গুপ্তা

নিজের বাসভবনে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার সকালে নিজের বাসভবনে একটি অনুষ্ঠান চলাকালীন তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

জানা গেছে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় তাঁর উপর এক ব্যক্তি হামলা চালান। মুখ্যমন্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই হামলার ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জানা যায়, রেখা গুপ্তার (Rekha Gupta) বাসভবনে ‘জন শুনানি’র শুনানি চলাকালীন এই হামলা হয়। অনুষ্ঠান চলাকালীন রেখা গুপ্তা যখন উপস্থিত সকলের সঙ্গে কথা বলছিলেন, সেইসময়েই এক যুবক তাঁর দিকে এগিয়ে আসেন। ওই অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন, তাঁকে চড় মারার চেষ্টা করেন। এমনকী মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। 

ঘটনার পরই পুলিশ হাতেনাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে দিল্লির সিভিল লাইন্স থানায় নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লির পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা আরও একবার রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করল। সূত্রে খবর, রেখা গুপ্তার শরীরে আঘাত লেগেছে। এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসাধীন তিনি।
মুখ্যমন্ত্রীর ওপর হামলায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। 

Previous articleWorld Photography Day থার্ড আইয়ের বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন : দেখুন ভিভিও
Next articleViral Video স্নানে মগ্ন শাবকরা! পাহারায় মা বাঘিনি : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here