দেশের সময়, বনগাঁ: বনগাঁর পুরসভার প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই এলাকাছাড়া পুরসভার ১১ জন কাউন্সিলর তারা পুরসভাতেও আসছেন না। এই কারণে পুরসভার উন্নয়ন মূলক কাজ আটকে রয়েছে। এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হল।
বৃহস্পতিবার বনগাঁ পৌরসভার প্রধান শংকর আঢ্য বনগাঁ পুলিশ জেলার সুপারের কাছে লিখিত আকারে নিখোঁজ ১১ জন কাউন্সিলরের নাম করে একটি চিঠি পাঠান। এদিন রাতে এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ তুলে পুর প্রধান বলেন গত কয়েকদিন ধরে পুরসভার ১১ জন কাউন্সিলর তাদের বাড়ি, পরিবার ছেড়ে অন্যত্র চলে গেছেন।
তাদের এই আচমকা নিখোঁজ হবার কারণে তারা পুরসভার যে যে বিভাগের দায়িত্বে রয়েছেন সেই সব বিভাগের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। ফলে পুর নাগরিকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এই পরিস্থিতিতে পুলিশ যাতে তাদের খোঁজ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন তার জন্য আবেদন করা হয়েছে। এর পাশাপাশি পুর প্রধান বলেন পুর নাগরিকদের অসুবিধার কথা মাথায় রেখে ট্যাক্স, প্ল্যান এবং লাইসেন্স বিভাগের ধার্য করা পুরসভার অর্থের পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এ বছরের ১ জুন থেকেই তা কার্যকরী হবে।