
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভারতের সশস্ত্র বাহিনীর শহিদদের আত্মার শান্তি কামনায় বুদ্ধ পূর্ণিমার তিথিতে হোমযোজ্ঞ করে তাঁদের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন বনগাঁ সীমান্তের হরিদাসপুর ইসকন মন্দিরের সাধুসন্তরা । দেখুন ভিডিও

অপারেশন সিঁদুরে পাঁচ ভারতীয় সেনা শহিদ হয়েছেন গত রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জানান ডিজিএমও ঘাই। ভারতীয় পাঁচ সেনার মৃত্যু সংবাদে ব্যাথিত হন ইসকন মন্দিরের সাধুসন্তরাও । হরিদাসপুর ইসকন মন্দিরের দায়িত্ব প্রাপ্ত প্রধান সেবক অকিঞ্চণ প্রভূ জানান কোন মৃত্যুই আমাদের কাম্য নয় , সব মৃত্যুই বেদনা দায়ক। তবে সেনারা দেশের জন্য প্রাণ দিয়েছেন , শহিদ হয়েছেন ,তাঁদের আত্মা ও তাঁদের পরিবার সহ দেশের সমস্ত সেনাদের মঙ্গল কামনায় এই হোম যোজ্ঞের আয়োজন করা হয়েছে ।

