দেশের সময় : বনগাঁ :সোমবার দিনের বেলায় বনগাঁর মতিগঞ্জ ঘড়ির মোড় এলাকায় এক মহিলাকে চুলের মুঠি ধরে যুবকের বেধড়ক মারধরের ভিডিও প্রকাশ্যে তুলে ধরে দেশের সময় । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় তোলে স্থানীয় বাসিন্দারা সহ নেটিজেনরা।
এরপরই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়। বুধবার সকালে ওই টোটো চালক যুবককে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।দেখুন ভিডিও –
পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম রাজা রায়। বাড়ি বনগাঁ থানার খয়রামারি এলাকায়। তবে ওই মহিলার সাথে ওই যুবকের কি সম্পর্ক তা এখন জানা যায়নি। প্রকাশ্য রাস্তায় একজন মহিলার ওপর এমন ঘটনায় নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন বনগাঁর সাধারণ মানুষ।
সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও ঝড়ের গতিতে হচ্ছে ভাইরাল। যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন বনগাঁর নাগরিক সমাজ । সোচ্চার হয়েছেন মহিলারাও।