Bangaon ঝগড়ার মাঝেই ইট-হাতুড়ি দিয়ে আঘাত বৌদি- ভাইপোর , চাঁদায় প্রৌঢ়কে খুনের অভিযোগে গ্রেফতার দুই

0
15
সঞ্চিতা রায় , দেশের সময়

সামান্য কথা কাটাকাটি। সেখান থেকেই মারধর। ইট ও হাতুড়ি দিয়ে একের পর এক আঘাতের অভিযোগ। মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির বৌদি ও ভাইপোর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম, হানেফ মণ্ডল। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই পরিবারের মধ্যে। বুধবার সকালে জমি নিয়ে হানেফ মণ্ডলের সঙ্গে ঝামেলা শুরু হয় বৌদির। পরিবারের সদস্যদের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে ইয়ানুর মণ্ডল ও তাঁর মা আজিফা মণ্ডল হানেফকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁর উপরে ভারী বস্তু নিয়ে চড়াও হন। মাটিতে ফেলে তাঁকে ইট ও হাতুড়ি দিয়ে আঘাত করেন মাথায়। বেধড়ক মারধরের পর হানেফ মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে, ডাক্তার হানেফকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত ব্যক্তির বউমা মুসলিমা মণ্ডল বলেন, “জায়গা নিয়ে কথা কাটাকাটি হওয়ার সময় আমার শ্বশুরমশাইকে চড় মারে তাঁর বৌদি। তারপর ইয়ানুর শ্বশুরমশাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা-ছেলে মিলে মারধর করে। ইট, হাতুড়ি দিয়ে মারে। আমার শ্বশুরমশাই লুটিয়ে পড়েন। আমরা বুঝতে পারিনি, উনি সেখানে মারা গিয়েছেন। হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানান।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে হানেফের পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবি করেছে তারা। এই ঘটনায় অভিযুক্ত ইয়ানুর এবং তাঁর মা আজিফাকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।

Previous articleWeather update দোলে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় আপনার জেলা নেই তো?‌ জানুন আবহাওয়ার আপডেট
Next article1.5 Ton Air Conditioner দেড় টন এসি, টানা ৮ ঘণ্টা চলবে! কত বিল আসবে মাসে? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here