Weather update দোলে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় আপনার জেলা নেই তো?‌ জানুন আবহাওয়ার আপডেট

0
19
হীয়া রায় , দেশের সময়

গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে আবহাওয়া!এই গরম তো, এই বৃষ্টি! চরম খামখেয়ালীপনা।  কখন যে আবহাওয়া কেমন থাকবে, তা বুঝতেই পারছেন না সাধারণ মানুষ। কলকাতায় যেখানে মার্চ মাসেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, সেখানেই দিল্লি আবার বৃষ্টিতে ভাসবে হোলির দিন। দোলের ছুটিতে যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, তাদের জন্যও চিন্তার খবর। জম্মু-কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ- বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

গুজরাটে বইছে তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করে গিয়েছে বিভিন্ন জেলায়। একই অবস্থা হতে চলেছে পশ্চিমবঙ্গেও। চৈত্র মাস পড়লেই তাপপ্রবাহের জ্বালা সইতে হবে। ইতিমধ্যেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌছতে পারে দোলের সময়। 

তবে দোল ও হোলিতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে নয় উত্তরে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার অবধি উত্তরবঙ্গের ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দোলের দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হবে।  হোলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে সকালে ও রাতের দিকে তাপমাত্রা মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। কলকাতার তাপমাত্রা আগামী তিন দিনে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘরে চলে যেতে পারে। ১৬ মার্চ থেকে দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

হাওয়া অফিসের মতে, আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮০–৯০ শতাংশের কাছাকাছি।

খামখেয়ালী ভাব দেখা যাচ্ছে দিল্লিতেও। মার্চ মাসেই দিল্লিতে মে মাসের গরম অনুভূত হচ্ছে। তবে মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল হোলিতে বৃষ্টিপাত হতে পারে, এর ফলে আগামী ৩-৪ দিনে দিল্লিতে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে।

অন্যদিকে, ১৩ থেকে ১৬ মার্চ জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তুষারপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ় এবং পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।  আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব অসম এবং তৎসংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এই সিস্টেমগুলির প্রভাবে ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৩ তারিখ অর্থাৎ আজ অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া (প্রতি ঘন্টা ৩০-৪০ কিমি গতিবেগ) বওয়ার সম্ভাবনা রয়েছে।

Previous articleInternational Colour Day: বসন্তের এই বিশেষ দিনেই বিশ্বজুড়ে পালন করা হয় রঙের উৎসব, সপ্তাহের কোন দিন কী রং পরবেন জানেন?
Next articleBangaon ঝগড়ার মাঝেই ইট-হাতুড়ি দিয়ে আঘাত বৌদি- ভাইপোর , চাঁদায় প্রৌঢ়কে খুনের অভিযোগে গ্রেফতার দুই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here