দেশের সময়, বনগাঁ : উত্তর২৪ পরগনার বনগাঁ থানার
কালুপুর, আসান নগর নর নারায়ণ আদর্শ বিদ্যালয় -এ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। বুধবার জাঁকজমক করেই বসন্ত উৎসব পালন হল স্কুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুপুর পঞ্চায়েত মেম্বার কেয়া সরকার, প্রাক্তন মেম্বার আশীষ মণ্ডল, শিখাবন্ধু সুলেখা সরকার, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও অভিভাবকরা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান থেকে ভারপ্রাপ্ত শিক্ষক শ্যাম সুন্দর প্রামাণিক বলেন , ছাত্র ছাত্রীরা বিনামূল্যে এই স্কুলে নাচ,গান,ছবি আঁকা, ক্যারাটে, তবলা , যোগাসন, ও কম্পিউটার শিখতে পারবে। ‘পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা সুস্থ মানসিক চেতনার বিকাশ ঘটায়।’ বসন্ত উৎসব পালনের উদ্দেশ্য পড়ুয়া, শিক্ষক, অভিভাবক- সবার মধ্যে সুসম্পর্ক তৈরি করা। পাশাপাশি উৎসব মানবতা ও সংস্কৃতির বিকাশও ঘটায়।’

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিনের বসন্ত উৎসব কে আরও রঙিন করে তুলতে হাজির ছিল উজান বাংলা ব্যান্ড। উৎসবে সামিল হয়েছিলেন অসংখ্য স্থানীয় মানুষ ।



