সোমবার বিকেলে লোকসভার অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় । তড়িঘড়ি হুইলচেয়ারে করে ভর্তি করা হয় কাছের হাসপাতালে । সেখানে বেশ কিছু পরীক্ষা হয় দমদমের সাংসদের।
জানা গিয়েছে, ভোটার তালিকা নিয়ে এদিন সংসদের প্রথমার্ধে কথা বলছিলেন সৌগত। ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে আলোচনায় গুরুত্ব বুঝে তাঁকে সমর্থন জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসবের পরই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।
বর্ষীয়ান তৃণমূল নেতা আদতে সুস্থ, সক্রিয়। বয়সও আশির কাছাকাছি। তবু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি আস্থা রেখেছেন। ভোটের লড়াইয়ে প্রতিনিধিত্ব করিয়েছেন। কিন্তু হঠাৎ তাঁর কী হল, সে ব্যাপারে এখনও অবধি কিছু জানা যায়নি।৭৭ বছরের সৌগতের কী কী শারীরিক সমস্যা রয়েছে, পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি ছিল, ভোটার লিস্ট খতিয়ে দেখার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা গড়িমসি বরদাস্ত করা হবে না। বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছিলেন তিনি। যা নিয়ে এখন রাজ্য-রাজনীতি তোলপাড়।

আজ থেকে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। সেখানে জিরো আওয়ারে এই ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে সুর চড়ান সৌগত রায়রা। তাঁরা দাবি করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে।

তৃণমূল সাংসদদের বক্তব্যে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশেষত সৌগত রায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়। তখনই কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূলের পাশে দাঁড়ান। বলেন, শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যে ভূতুড়ে ভোটার ইস্যু রয়েছে। অধিবেশন চলাকালীনই অধিবেশন বয়কট করেন সাংসদরা। এরপরই বিকেলে হঠাৎ অসুস্থ বোধ করেন সৌগত রায়।
