Indian Passport Rules পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল কেন্দ্র, জানুন কী কী লাগবে

0
16
হীয়া রায় , দেশের সময়

কেন্দ্রীয় সরকার পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। সংশোধিত পাসপোর্ট নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর, ২০২৩ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য জন্ম তারিখের প্রমাণ হিসাবে কেবল জন্ম শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মটি গত সপ্তাহে জারি হয়েছে এবং সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর এটি কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর, ২০২৩-এর পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য শুধুমাত্র নিবন্ধনকৃত জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার, পৌরসভা বা ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের অধীনে মনোনীত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম সার্টিফিকেটই গ্রহণযোগ্য হবে। তবে ১ অক্টোবর, ২০২৩-এর আগে জন্মগ্রহণকারী আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাঁরা এখনও স্কুল ছাড়পত্র, স্বীকৃত প্রতিষ্ঠানের স্থানান্তর শংসাপত্র বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) কার্ডের মতো বিকল্প নথি জমা দিতে পারবেন।

১ অক্টোবর, ২০২৩-এর আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিম্নলিখিত নথি জমা দিতে পারবেন: স্কুল ছাড়পত্র, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্থানান্তর শংসাপত্র, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আয়কর বিভাগের দ্বারা ইস্যু করা PAN কার্ড, ড্রাইভিং লাইসেন্স, চাকরির নথি থেকে প্রাপ্ত তথ্য। এই নমনীয়তা বার্থ সাটিফিকেট না থাকা আবেদনকারীদের জন্য প্রক্রিয়া সহজ করবে।

এই সংশোধনের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আর বাসস্থানের ঠিকানা ছাপা হবে না। ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখন বাসস্থানের তথ্য বারকোড স্ক্যানের মাধ্যমে সংগ্রহ করবে।

এছাড়াও, একক অভিভাবক বা বিচ্ছিন্ন পরিবারের সন্তানদের সাহায্য করার জন্য পাসপোর্টের শেষ পৃষ্ঠায় অভিভাবকদের নাম আর ছাপা হবে না। এই পরিবর্তনগুলি পাসপোর্ট ইস্যু প্রক্রিয়াকে আরও আধুনিক এবং সহজ করার পাশাপাশি আবেদনকারীদের গোপনীয়তা রক্ষার করবে। এই নিয়মগুলি সরকারী গেজেটে প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে।

Previous articleHigh Secondary Exam: পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ‘মেটাল ডিটেক্টর’দিয়ে পরীক্ষা করে শুরু উচ্চ মাধ্যমিক
Next articleBangladesh news ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার স্পষ্ট বার্তা দিলেন ইউনূস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here