BJP’s Rekha Gupta tooks Oath as Delhi’s New Chief Minister রামলীলায় চাঁদের হাট !মোদী-শাহের উপস্থিতিতে দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা

0
28
পার্থ সারথি নন্দী , দেশের সময়

বর্তমানে দেশে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে দিল্লিতে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনিই বর্তমানে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে এক বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রেখা গুপ্তাকে শপথবাক্য পাঠ করান উপরাজ্যপাল ভিকে সাক্সেনা।

২৭ বছর পর আজ, বৃহস্পতিবার দিল্লিতে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ বিজেপির তাবড় নেতা ও মুখ্যমন্ত্রীরা। এনডিএ-র শরিক দলের মুখ্যমন্ত্রী যেমন এন চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণ, একনাথ শিন্ডেরাও ছিলেন শপথ অনুষ্ঠানে।

বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন রেখা গুপ্তা। শপথগ্রহণস্থল রামলীলা ময়দানে পৌঁছানোর আগেই তিনি মন্দিরে যান। কাশ্মীরি গেটের কাছে মরঘটওয়ালে হনুমান মন্দিরে পুজো দেন। তার আগে বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে থাকা অগণিত সমর্থকদের ইশারা করে আঙুল তুলে বিজয়ের প্রতীক দেখান। একমুখ হাসিতে তিনি দলের কর্মীদের বাড়িয়ে দেওয়া গোলাপ গ্রহণ করেন গাড়ির উপর দাঁড়িয়ে।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আমি কি মুখ্যমন্ত্রীর বাসভবন বহু বিতর্কিত শিশমহলে থাকবেন? সাত তাড়াতাড়ি জবাব দিয়ে রেখা জানিয়ে দেন, নহি নহি। তিনি বলেন, যারা দুর্নীতি করেছে, তাদের প্রতিটি পয়সার হিসাব চোকাতে হবে। উল্লেখ্য দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেখা গুপ্তার সঙ্গে মোট ৬ জন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন। তাঁদের মধ্যে অন্যতম মুখ হলেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে প্রবেশ বর্মা, কপিল মিশ্র।

এছাড়াও থাকবেন মনজিন্দর সিং সিরসা, আশিস সুদ, পঙ্কজকুমার সিং এবং রবীন্দ্র ইন্দরাজ সিং। তবে কাকে কোন দফতর দেওয়া হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। এদিন সকাল থেকেই রামলীলা ময়দানের আশপাশে ভিড় জমে যায়। যানজট সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

Previous articleTangra Incident ট্যাংরাকাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে , নাবালককে সঙ্গে নিয়ে গাড়িতে উঠছেন দুই ভাই! সিপি অপেক্ষায় ময়নাতদন্তের
Next articleLeadership Institute ভবিষ্যতের নেতা গড়বে স্কুল! নরেন্দ্র মোদীর নিজস্ব পরিকল্পনার এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমর্থন শিল্পপতিদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here