Happy Kiss Day 2025 প্রথম চুম্বনের স্মৃতি, মিষ্টি বার্তা পাঠিয়ে সঙ্গীকে শুভেচ্ছা জানান

0
13

এই বিশেষ দিনে (Happy Kiss Day Wishes and Quotes) ভালবাসার মানুষকে চুম্বনের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা হয়। আপনি যাকে ভালবাসেন, তাঁকে মিষ্টি কিছু বার্তা পাঠিয়ে প্রকাশ করতে পারেন চুম্বনের ইচ্ছে।

ভালবাসার সপ্তাহের ৭ নম্বর দিনটি হল কিস ডে। এই দিনে ভালবাসার মানুষকে চুম্বনের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা হয়। আপনি যাকে ভালবাসেন, তাঁকে মিষ্টি কিছু বার্তা পাঠিয়ে প্রকাশ করতে পারেন চুম্বনের ইচ্ছে।

ছবি – রতন সিনহা

* ‘একটি দিনও তোমার চুম্বন ছাড়া অসম্পূর্ণ মনে হয়। তোমার চুম্বন যেন ভালবাসার অঙ্গীকার!’

*’যখনই তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাবে, আমি কথা দিচ্ছি—এক চুম্বনেই সব দুঃখ ভুলিয়ে দেব।’

* ‘আমার চোখ শুধু তোমাকে দেখার অপেক্ষায় থাকে, আমার কান তোমার কথা শোনার জন্য ব্যাকুল, আর আমার ঠোঁট তোমার একটি চুম্বনের জন্য উন্মুখ!’

*’চুম্বন ছাড়া দিন অসম্পূর্ণ। তুমি আমার জীবনের আলো, আমার সুখ। চুম্বন দিবসের শুভেচ্ছা নিও।’


*’আজও আমাদের প্রথম চুম্বনের স্মৃতি মনে পড়ে। সেই মুহূর্তটা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। চুম্বন দিবসের শুভেচ্ছা।’

* ‘যখনই শব্দ কম পড়ে, তখন তোমায় চুম্বনে ভরিয়ে দি। তুমি তো বাকিটা বুঝে নিতে পারো।’

* ‘আমাদের প্রথম চুম্বনের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। তোমায় চিরকাল ভালবাসব।’

Previous articleNorthern Lights : সবুজ রঙের আকাশ,ফিনল্যান্ডের সারিসালল্কার আকাশে নর্দান লাইটের আজব খেল, দেখুন ছবি
Next articleZee5-এর সর্বাধুনিক ওরিজিনাল, সান্যা মালহোত্রা অভিনীত মিসেস আসছে এই প্ল্যাটফর্মের বৃহত্তম ওপেনিং উইকএন্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here