দেশের সময় ওয়েবডেস্কঃ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) এ চলতি বছর অংশ নেওয়ার কথা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি বুধ এবং বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে মঙ্গলবার ভুটানের রাজার বিজিবিএস-এ যোগদান নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন নবান্নের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভুটানের রাজার আসার কথা। তা আগেই নিশ্চিত করা হয়েছিল। এখনও পর্যন্ত জানি তিনি আগামিকাল সকালে আসবেন। কিন্তু আমার কাছে কিছু তথ্য আসছে যে, দিল্লির সঙ্গে কিছু হচ্ছে। তবে আমি চাই তিনি আসুন। ভারতের সীমান্তবর্তী এলাকার দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে জাতীয় স্বার্থে।’
উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে এসেছেন ভুটানের রাজা। তিনি মঙ্গলবার যোগীরাজ্যে মহাকুম্ভে পুণ্যস্নান করেন। প্রশ্ন উঠছে তিনি কি বাংলায় আসবেন? ভুটানের রাজাকে বাংলায় আসার ক্ষেত্রে কি বাধা দেওয়ার চেষ্টা করছে দিল্লি?
এই প্রশ্ন করা হলে এখনই তার কোনও জবাব দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, এখনও পর্যন্ত ভুটানের রাজা আসবেন না , এমন কোনও তথ্য তাঁর কাছে নেই। তাই এই নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না।
উল্লেখ্য, চলতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানিও যোগ দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘চলতি বছর ডিনারের পরিবর্তে চা পার্টির আয়োজন করা হচ্ছে। ৪০টি দেশ অংশ নেবে এই অনুষ্ঠানে। তার মধ্যে ২০টি ‘পার্টনার’ দেশ।’ এই উদ্যোগ অভিনব বলেও জানান তিনি।
সূত্র মারফৎ এও জানা গেছে, বুধবার বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। একটি বর্ধমানে দামোদর নদের উপর তৈরি সেতু, অন্যটি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত সেতু। বর্ধমানের সেতুর নাম হতে চলেছে ‘শিল্প সেতু’ এবং মুড়িগঙ্গার সেতুর নাম হবে গঙ্গাসাগর।