Saraswati Puja 2025ভারত সেবাশ্রম সঙ্ঘে সরস্বতী পুজো

0
24

সুপ্রকাশ চক্রবর্তী, দেশের সময়:কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হল। দূর দুরান্ত থেকে বহু মানুষ, ছাত্রছাত্রীরা পুজোয় অংশ নেয়। নতুন পড়ুয়াদের হাতেখড়ি দেন সঙ্ঘের সন্নাসীরা।

সঙ্ঘের সন্ন্যাসীরা সমবেত ভাবে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেন। পুষ্পাঞ্জলি দেন সাধারন মানুষও। পরে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। পুজো পরিচালনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি প্রনব ছাত্রাবাস পরিচালিত দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন।
পুজো করেন স্বামী বিমুক্তানন্দ মহারাজ।

Previous articlePhoto Exhibition ‘চিত্র যেথা ভয়শূন্য’, প্রতিটি ছবিই এখানে জীবন্ত, আছে নিজস্ব গল্প : মোহিনী বিশ্বাস
Next articleWeather Update ঘন কুয়াশার চাদরে মোড়া সকাল!শীত বিদায়ের আগে ঠান্ডার আমেজ পাওয়া যাবে কি? আবহাওয়ার পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here