Photo Exhibition’ চিত্র যেথা ভয় শূন্য…’ কলকাতা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত চারদিনের চিত্র প্রদর্শনী

0
28
দেবাশিস রায় , কলকাতা

নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে ভাবে চিত্র সাংবাদিকরা ক্যামেরার লেন্সের দর্পণে বন্দি করেন চলতি সমাজ জীবন ও রাজনীতির ঘাত প্রতিঘাতের নানা মুহূর্ত, তারই কিছু নাটকীয় দিশা মিলেছে এবারও ‘ কলকাতা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ’ আয়োজিত সরস্বতী পুজোর থিমে । এই থিমের সমাহারে একদিকে বাগদেবীর আরাধনা, অন্যদিকে সিদো কানহু ডহরের ৬ এস্প্লানেড ইস্টে আলোক চিত্রের এক অনবদ্য পথ প্রদর্শনী শুরু হয়েছে । শনিবার প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রতিদিন পত্রিকার সম্পাদক সৃঞ্জয় বসু সহ বিশিষ্টজনেরা।

  ” চিত্র যেথা ভয় শূন্য…”।
এটাই এবার ‘কলকাতা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত সরস্বতী পুজোর থিম ।  তবে এই ‘ ভেনু ‘ র এক বিচিত্র আখ্যান আছে। অতিমারির দিনগুলির সেই হিম শীতল নারেটিভের সঙ্গে যার যোগ রয়েছে ওতপ্রোত ভাবে। এই প্রসঙ্গে বরিষ্ঠ চিত্র সাংবাদিক ও অ্যাসোসিয়েশনের সদস্যদের কথায়, ” করোনা কাল থেকে আমাদের এসপ্লানেড ইস্ট – এ যাত্রার সূচনা হয়। যখন সব অফিস বন্ধ ছিলো ফটোগ্রাফারা চিন্তিত কোথায় তারা কাজ করবেন।

তখন কলকাতাতে সব চিত্র সাংবাদিক ডেকারস লেনেই প্রায় রাস্তাতে গাড়ি বারান্দা খুঁজে পেতে তার তলায় কোনো মতে বসতেন। আর সেখান থেকেই কাজ করতেন। ছবি তুলে অফিসে মেইল করতেন। ” তাঁদের ব্যাখ্যা,,” আমরা ছাপোষা মানুষ। সংবাদ মাধ্যমে কাজ করে ছবি তুলে সামান্য কিছু আয় করে সংসার চালাই।

তবে এই পেশায় কিন্তু বিপদ, ঝুঁকি আছে। তা গায়ে না মেখেই কাজ করি। তাই আমাদের থিম চিত্র যেথা ভয় শূন্য। ” o১- ০৪ ফেব্রুয়ারি চারদিনের এই প্রদর্শনীতে  কলকাতার প্রেস ফটোগ্রাফারদের তোলা প্রায় ২৪০টি ছবি প্রদর্শিত হচ্ছে। বেশির ভাগই প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত।

চার’দিন ধরে চলবে এই চিত্র প্রদর্শনী। শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আঙিনার মানুষ আসতে শুরু করেছেন প্রদর্শনীর টানে। যাঁরা সারা বছর ক্যামেরার পিছনে থাকেন, তাঁরা  প্রদর্শনীতে আসা দর্শকদের মুখোমুখি। এতদিন যাঁদের তোলা ছবি, পাঠকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে, এবার তাঁরা পাঠকদের সামনাসামনি পেলেন। প্রশংসা পেলেন।

মোট ২৪০টি ছবি এদিন রাখা হয়েছিল প্রদর্শনীতে। নিউজ় ফটোগ্রাফি থেকে শুরু করে ফিচার ফটোগ্রাফি, খেলা-বিনোদন সব ধরনের ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। অংশগ্রহণকারী চিত্র সাংবাদিকদের থেকে দু’টি করে ছবি প্রদর্শনীর জন্য নেওয়া হয়েছিল। প্রথম বছর স্বল্প পরিসরে এই আয়োজন করা হলেও দ্বিতীয় বর্ষেও জমজমাট আয়োজন করা হয়েছে আগামী দিনে আরও ব্যাপক আকারে এই প্রদর্শনীর আয়োজন করতে ইচ্ছুক উদ্যোক্তারা।

প্রসঙ্গত উল্লেখ্য,গত বছর থেকে শুরু হয় এই চিত্র প্রদর্শনী এবার দ্বিতীয়বর্ষে পা রাখল  । শহর কলকাতার চিত্র সাংবাদিকদের ছবির টানে গত বছর এই প্রদর্শনীতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ, বাম নেতা রবিন দেব থেকে আরও অনেক বিশিষ্ট জনেরা। চিত্র সাংবাদিকদের ছবির প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’-র উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। সাধুবাদ জানিয়ে গিয়েছিলেন তাঁরা। উদ্যোক্তারাও আশাবাদী, আগামীতে আরও ব্যাপক পরিসরে এই প্রদর্শনীকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে।

ফটোগ্রাফাররা জানালেন এবার তাঁদের সরস্বতী পুজোর প্রতিমার পাশাপাশি থিম ” চিত্র যেথা ভয় শূন্য…” কে দর্শনার্থী বেশি খুশি হচ্ছেন। যা দেখে মুগ্ধ আমরা সকলেই।কাজের প্রতি আরও দায়িত্ববোধ বেড়ে গেল । ছবি তুলেছেন দেবাশিস রায়

Previous articleNew Income Tax Bill মধ্যবিত্তের সুরাহা, ১২ লক্ষটাকা পর্যন্ত আয়কর শূন্য
Next articleBudget 2025 ‘এটা জনতার বাজেট’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here