সুপ্রকাশ চক্রবর্তী : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তেভাগা আন্দোলন গভীরভাবে প্রভাব ফেলেছিল উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ও দক্ষিণেশ্বরের ভূমিপুত্র ডক্টর অমরনাথ ভট্টাচার্যের জীবনে। বিশ শতকের নব্বইয়ের দশক থেকে ২০১০ সাল পর্যন্ত কামারহাটি পৌরসভার মুখপত্র ‘পুরপথিক’ সম্পাদনা করেন তিনি। তার উদ্যোগেই গড়ে উঠেছিল ‘ঐতিহ্য অন্বেষ’ নামে সাহিত্য পত্রিকা।
এর পাশাপাশি তিনি দীর্ঘজীবনে আড়িয়াদহ দক্ষিণেশ্বর সহ কামারহাটি পৌর অঞ্চলের ইতিহাস নিয়ে গবেষণা করে গেছেন। গত বছর ৩১ মার্চ অমরনাথ বাবুর আকস্মিক মৃত্যুতে সেই গবেষণায় ভাটা পড়ে।
তার গবেষণালব্ধ লেখা নিয়ে অমরনাথ বাবুর পরিবার ও তার সুযোগ্য ছাত্র ডক্টর অমিতাভ বন্দোপাধ্যায়ের উদ্যোগে এবার প্রকাশিত হলো ‘আড়িয়াদহ- দক্ষিণেশ্বর- কামারহাটি পৌর অঞ্চলের ইতিবৃত্তে স্মরণীয় ব্যক্তিজীবন, প্রেক্ষিত:রাজনৈতিক দর্শন, সংস্কৃতি ও মূল্যবোধ’ নামে পুস্তক। আড়িয়াদহ অ্যাসোসিয়েশন লাইব্রেরী এন্ড লিটারারি ক্লাবে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক প্রোদশ কুমার বাগচী। উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গোবিন্দ গাঙ্গুলী, অমরনাথ বাবুর স্ত্রী চন্দ্রা ভট্টাচার্য, পুত্র অন্বয় ও পুত্রবধূর সুস্মিতা।
বক্তারা জানান, অমরনাথ বাবুর গবেষণালব্ধ এই পুস্তকে আড়িয়াদহ দক্ষিণেশ্বর ও কামারহাটির ইতিহাস এবং ওই অঞ্চলের বিশিষ্ট মানুষদের অবদান, তাদের কর্মকান্ড ও রাজনৈতিক মতাদর্শ এমনভাবে তুলে ধরা হয়েছে যা নতুন প্রজন্মের কাজে লাগবে।