Weather Update শীতের আমেজ আর কত দিন? কী জানাচ্ছে হাওয়া অফিস

0
6
হীয়া রায়, দেশের সময়

কলকাতা: শীতে জবুথবু বাংলা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে শীতপ্রেমি বাঙালি একটু স্বস্তি পেয়েছেন। ভাবছেন শীত তাহলে পড়ল! শীতের লুকোচুরি খেলা কি তাহলে শেষ হল!

হাওয়া অফিস বলছে অন্য কথা। লেপ-কম্বলে শীত উপভোগ করার জন্য হাতে আছে আর মাত্র একদিন। বাংলা জুড়ে যে শীতের আমেজ শুরু হয়েছে। শুক্রবার সকালে উঠে অনেকেই টের পেয়েছেন তাপমাত্রার পারদ নেমেছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। চলতি সপ্তাহে এই ঠান্ডার আমেজ বজায় থাকবে। আগামী মঙ্গলবার আবার পূণ্যস্নান। 

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। গত ডিসেম্বরে যেভাবে তাপমাত্রার পারদ একটানা উপরের দিকেই ছিল, জানুয়ারিতে ঠিক তা হচ্ছে না। তবে এই ‘সুখ’ স্থায়ী হবে শনিবার পর্যন্ত। পূর্বাভাসেই বলা হচ্ছে সে কথা। রবিবার থেকে ঘুরবে খেলা।

জানা যাচ্ছে, নতুন ঝঞ্ঝার কোপে ফের উধাও হবে শীত। পৌষ সংক্রান্তিতেও এবার জাঁকিয়ে শীত পড়ার আশা নেই। প্রত্যেক বার মকর সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠাণ্ডা পড়ে। তাই অনেকেই আশা করেছিলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে কিছুটা উপভোগ করা যাবে। তবে এবার সেই আশা নেই।

শনিবার পর্যন্ত থাকবে ঠান্ডার আমেজ। রবিবার থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ থাকবে পরিষ্কার।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কনকনে ঠান্ডার আমেজ চলছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দুই দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপর তাপমাত্রা ২–৩ ডিগ্রি করে বাড়তে পারে। এছাড়া আগামী দু’‌দিন উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে। তারপর তাপমাত্রা ২–৩ ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা।

এদিকে, সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ও উত্তরে আগামী বুধবার অবধি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির ঘরে। 

Previous articleRG kar case Verdictআরজি কর-কাণ্ডে বিচারপ্রক্রিয়া শেষ, রায় ঘোষণা কবে? জানিয়ে দিল শিয়ালদহ আদালত , রাজপথে চিকিৎসকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here