কলকাতা : বর্তমানে বাংলার কবি মহলে উল্লেখযোগ্য নাম রানু গুহ। সম্প্রতি সোদপুর লোক সংস্কৃতি ভবনে রানু গুহর লেখা ‘নীল কবিতার আলো ‘ বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয়ন্ত কুশারী , বিশিষ্ট বাচিক শিল্পী ও নাট্যকার কাজল সুর , দূরদর্শন ও আকাশবাণী খ্যাত সোমেশ নাথ, বঙ্গ সংস্কৃতি মঞ্চের রাজ্য সম্পাদক সাংবাদিক ফিরোজ হোসেন, কবি রিনা গিরি ,বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায় ও গবেষক ডাক্তার পার্থ সারথি মুখার্জি।
সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী মধুছন্দা তরফদার। বঙ্গ সংস্কৃতি মঞ্চের শিল্পীদের পাশাপশি বহু বিশিষ্ট শিল্পী এদিন রানু গুহর কবিতা অবলম্বনে গান, আবৃত্তি , শ্রুতি নাটক ও নৃত্য পরিবেশন করেন। রানু গুহ নিজেও একজন বাচিক শিল্পী। দীর্ঘদিন ধরে বাচিক জগতের সঙ্গে যুক্ত । কবি জানান আরও দুটি কাব্যগ্রন্থের কাজ চলছে , এই বই দুটি কলকাতায় প্রকাশ করার ইচ্ছে আছে। গোটা অনুষ্ঠানের আয়োজক ছিল শব্দশ্রুতি।