শপথ গ্রহণের আগে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে এলেন মোদী

0
810
দেশের সময় ওয়েবডেস্কঃ দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। মন্ত্রিত্বের শপথ গ্রহণ করার চার দিন আগে তাই মা হীরাবেন মোদীর আশীর্বাদ নিতে গুজরাতের গান্ধীনগরে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী। বিপুল উল্লাস ও জয়ধ্বনিতে তাঁর কনভয়কে স্বাগত জানালেন শহরবাসী।

প্রধানমন্ত্রী আসার আগে স্বাভাবিক ভাবেই তুমুল রকমের কড়াকড়ি করা হয় গান্ধীনগরের নিরাপত্তা ব্যবস্থায়। তারই মধ্যে রাস্তার দু’পাশে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নরেন্দ্র মোদীর উদ্দেশে স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের। উত্তাল জনতাকে নিয়ন্ত্রণ করতে রীতিমতো বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীকে।

বিপুল জনস্রোতের মাঝখান দিয়ে মা হীরাবেনের বাসভবনে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর কনভয়। বাড়িতে ঢুকে মায়ের পা ছুঁয়ে প্রণাম জানান নরেন্দ্র মোদী। ছেলেকে আশীর্বাদ করে তাঁর মঙ্গলকামনা করেন হীরাবেন।

মায়ের কাছে যাওয়ার আগে আমদাবাদ বিমানবন্দরের কাছে সর্দার বল্লভভাই পটেলের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর পরে এক জনসভায় ভাষণ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও। লোকসভা নির্বাচন ২০১৯ এর অভূতপূর্ব জয়ের পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম জনসভা ছিল। ৩০ মে সন্ধ্যে সাতটায় মন্ত্রীদের সাথে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেবেন।

জনসভায় মোদী বলেন, “আমি গুজরাটের মানুষদের দর্শন করতে এসেছি। এই রাজ্যের মানুষদের আশীর্বাদ আমার কাছে সব সময়েই খুব স্পেশ্যাল।” তিনি আরও বলেন, “ষষ্ঠ দফার নির্বাচনের পরে আমি বলেছিলাম, ৩০০-র বেশি আসন পাব আমরা। সবাই বিদ্রুপ করেছিল আমায়। কিন্তু এখন তো ভোটের ফলাফল সকলে দেখতে পাচ্ছেন।”

সোমবার নিজের লোকসভা নির্বাচন কেন্দ্র বারাণসী সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। পাঁচ কিলোমিটারের এক পদযাত্রায় তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। পদযাত্রাটি কাশী বিশ্বনাথ মন্দিরে এসে শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে পুজো করবেন প্রধানমন্ত্রী। পরে দীনদয়াল হস্তকলা সঙ্কুলে বিজেপি কর্মীদের জনসভায় ভাষণ দেবেন তিনি।

Previous articleশপথ ৩০–এ, মোদী বিদেশ সফরে যাচ্ছেন জুনেই
Next articleউচ্চমাধ্যমিকে নজর কারা সাফল্য বীরভূম জেলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here